![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিবর্তন চাই- আপদমস্তক পরিবর্তন চাই। কুঠারাঘাত দিয়ে হলেও ভাঙতে চাই স্থবিরতার শৃঙ্খল।।
বিএনপির এমপি শাম্মী আখতারের কবিতার জবাবে আওয়ামী লীগের কোন পুরুষ সাংসদ যদি কবি হেলাল হাফিজেরই 'ভূমিহীন কৃষকের গান' কবিতাটি আবৃত্তি করতো, তাহলে কেমন হতো?
"দুই ইঞ্চি জায়গা হবে?
বহুদিন চাষাবাদ করিনা সুখের।
মাত্র ইঞ্চি দুই জমি চাই
এর বেশী কখনো চাবো না,
যুক্তিসঙ্গত এই জৈবনিক দাবি খুব বিজ্ঞানসম্মত
তবু ওটুকু পাবো না
এমন কী অপরাধ কখন করেছি!
ততোটা উর্বর আর সুমসৃণ না হলেও ক্ষতি নেই
ক্ষোভ নেই লাবন্যের পুষ্টিহীনতায়,
যাবতীয় সার ও সোহাগ দিয়ে
একনিষ্ঠ পরিচর্যা দিয়ে
যোগ্য করে নেবো তাকে কর্মিষ্ঠ কৃষকের মত।"
=========
*যখন ব্লগিং করতাম তখন ব্লগ লিখে ফেসবুকে শেয়ার দিতাম। এখন ফেসবুক থেকে ব্লগে শেয়ার দিলাম।
২| ২০ শে জুন, ২০১৩ রাত ৯:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেইরকম!!!!!!
ভাই অন্য কেউ শরম না পেলেও মাননীয় স্পীকার তো শরম পাইত!!!!
আরেক কাম করেন- সব জায়গাতেই যখন ১৮+ আছে..
অধিবেশনেও না হয় ১৮+ পার্ট যুক্ত করা হোক। আগ্রহী সাংসদরা ইচ্ছামত মনের ভাব প্রকাশ করতে পারবে।
২০ শে জুন, ২০১৩ রাত ৯:১৪
সন্যাসী বলেছেন: প্রস্তাবটা মন্দ নয়।
৩| ২০ শে জুন, ২০১৩ রাত ৯:৪৭
কঠাক্ষ বলেছেন: সাংসদরাতো সবাই ১৮++, তাহলে........
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৩ রাত ৯:০৬
খেয়া ঘাট বলেছেন: সংসদে সব রকমের অশ্লীলতায় মাইনাস।
কবিতায় এক গুচ্ছ +++++++++++++++++++++