নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দু:খের কান্নায় কষ্ট বেশী, আর আনন্দের কান্নায় সুখ বেশী দুটির অনুভুতি দুরকম ! _____এম.এ.মামুন

সাইয়ান মামুন

\'\'পৃথিবীতে প্রতিটি মানুষই নিজেকে ভালোবাসে\n এবং সে যেমনই হোক নিজেকে সুন্দর মনে করে \'\'\n________এম.এ.মামুন

সাইয়ান মামুন › বিস্তারিত পোস্টঃ

আইসিসির উচিত ক্রিকেটের বিশ্বায়নে এগিয়ে আসা ? সহযোগী ও ছোট দলগুলোকে আরো বেশী সহযোগীতা করা

১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৩

আইসিসি যেখানে ক্রিকেটের উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাচেছ সেক্ষেত্রে আইসিসির উচিত সহযোগী দেশগুলোকে আরো বেশী ক্রিকেটে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া অথচ আইসিসি তা না করে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে ১৪টি দল থেকে কমিয়ে ১০টিতে নিয়ে আসার পরিকল্পনা করছে, এতে করে ক্রিকেট বিশ্বায়ন তো দূরের কথা ক্রিকেটের প্রতি মানুষের আরো খারাপ ধারণা জন্মাবে । ৮টি দল সরাসরি আর বাকি ২টি দল সহযোগী দলগুলোর সাথে বাচাই পর্ব খেলেই আসতে হবে এতে করে হয়তো টেস্ট প্লেইং ২টি দল বাদও পড়তে পারে! আবার সহযোগী দলগুলোও বাদ পড়তে পারে । ক্রিকেটের বিশ্বায়নে ক্রিকেটকে বিভক্ত না করে সহযোগী ও ছোট দলগুলোকে আরো বেশী ম্যাচ েখলার সুযোগ দেয়া উচিত । বিশ্ব মোড়লদের কিছু একতরফা নীতিতে ছোট ও সহযোগী দলগুলোর ক্রিকেট উন্নয়ন দিন দিন বাধাগ্রস্থই হবে । এতে করে বিশ্ব ক্রিকেটেরই ক্ষতি হবে । সুতরাং আইসিসির এখনই এ বিষয়গুলো নিয়ে আরো পর্যবেক্ষন ও পরীক্ষার প্রয়োজন আছে বলে মনে করি । ছড়িয়ে যাক ক্রিকেট উঠে আসুক সহযোগী ক্রিকেট দলগুলো এটাই আমাদের আইসিসির কাছে চাওয়। বিশ্ব ফুটবলের মতো ক্রিকেটকেও আরো ছড়িয়ে খেলাটাকে জনপ্রিয় থেকে আরো জনপ্রিয় করা হোক এটাই ক্রিকেট পাগল দর্শকের প্রত্যাশা ।
প্রবাসী লেখক : এম.এ.মামুন

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৫০

বাংলার দামাল সন্তান বলেছেন: আপনার সাথে সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.