নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দু:খের কান্নায় কষ্ট বেশী, আর আনন্দের কান্নায় সুখ বেশী দুটির অনুভুতি দুরকম ! _____এম.এ.মামুন

সাইয়ান মামুন

\'\'পৃথিবীতে প্রতিটি মানুষই নিজেকে ভালোবাসে\n এবং সে যেমনই হোক নিজেকে সুন্দর মনে করে \'\'\n________এম.এ.মামুন

সাইয়ান মামুন › বিস্তারিত পোস্টঃ

ক্রিকেটে কলংক লেপন করে দিলেন আইসিসি !এখনই অন্য দেশগুলোকে নিয়ে আলাদা ক্রিকেট কাউন্সিল গঠন করার উদ্যোগ নিতে হবে

২০ শে মার্চ, ২০১৫ রাত ৩:২১

আমরা জানতাম বাংলাদেশ ক্রিকেট ম্যাচটা নিয়ে ষড়যন্ত্র হবে তবে এভাবে আইসিসি ও অ্যামপায়ারা প্রকাশ্যে কোটি দর্শকের সামনে সরাসরি এরকম পক্ষপাতিত্ত্ব করে কোনো একটি দলকে জিতানোর ঘটনা ক্রিকেট বিশ্বে বিরল ! আমার দেখা একটি নিকৃষ্ট ক্রিকেট ম্যাচ ছিলো এটা! একটি দলকে কি করে জাতানো যায় তার জলন্ত উদাহরণ বাংলাদেশের বিশ্বকাপের কোর্য়াটার ফাইনাল । মাশরাফির বলে আউট না দেয়া সত্যিই ক্রিকেটের জন্যে একটি কলংক এবং মাহমুদুল্লাহর আউট । ক্রিকেটে যে কারনে রিভিউ পদ্ধতি চালু করা হলো অথচ বাংলাদেশের সাথে এক ধরনের পণ ছিলো আইসিসির যে এই ম্যাচে কোনো রিভিউ কার্যকর হবে না মাঠে ভারতের পক্ষ নেয়া দুই অ্যামপায়ার যে সিদ্ধান্ত দিবেন তাই মেনে নিতে হবে । এখন আর ক্রিকেটের বিশ্বায়ন না করে আরো বেশী ক্রিকেটের ভারতায়ন করা হচ্ছে ? যা ক্রিকেটকে ধ্বংস করতে যথেষ্ট ।
বাংলাদেশ পাকিস্তান শ্রীলংকা জিম্বাবুয়ে আফগানিস্তান আরব আমিরাত হংকং ও নামিবিয়া এবং কেনিয়াকে নিয়ে একটি আলাদা ক্রিকেট কাউন্সিল করা যেতে পারে ? যদি এতে ওয়েষ্টইন্ডিজ ও সাউথআফ্রিকা আসতে চায় আসতে পারবে এছাড়া এ ব্যাপারে স্কটল্যান্ড আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডকে আমন্ত্রন করা যায় । এখনই আইসিসি ও ভারতের বিরুদ্ধে রুখে না দাড়ালে সহযোগী ও টেস্টখেলুড়ে অন্য দেশগুলোর ক্রিকেট ভবিষ্যত মারাত্নকভাবে ক্ষতিগ্রস্থ হবে । এক ভারতকে বাচাতে আইসিসি ক্রিকেটকে বলির পাঠা বানাতে চায় আর এই বলির পাঠা এখন সহযোগী ও টেস্টখেলুড়ে অন্য দেশগুলো । ক্রিকেটের মংগলের জন্যে ভারত ও আইসিসিকে কখনও এই সুযোগ দেয়া যাবে না তাহলে ক্রিকেটের ধ্বংস অনিবায্য ।
_______এম.এ.মামুন

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৫ ভোর ৪:২৫

সচেতনহ্যাপী বলেছেন: ঘন্টাটা কে বাধবে??

২| ২০ শে মার্চ, ২০১৫ সকাল ৮:০০

ইমরান আশফাক বলেছেন: প্রস্তাবটা খারাপ না।

৩| ২০ শে মার্চ, ২০১৫ সকাল ৮:১০

আরিফিন লোটাস বলেছেন: সহমত পোষন করলাম

৪| ২০ শে মার্চ, ২০১৫ সকাল ৯:১৩

রাঘব বোয়াল বলেছেন: সহমত। আইসিসি তে শুধু ভারত,অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড খেইল্লা বেড়াক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.