![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
\'\'পৃথিবীতে প্রতিটি মানুষই নিজেকে ভালোবাসে\n এবং সে যেমনই হোক নিজেকে সুন্দর মনে করে \'\'\n________এম.এ.মামুন
একটি সময় ছিলো টাইগারদের নিয়ে বিশ্ব মিডিয়ায় সমালোচনার শেষ ছিলো না ! বিশেষ করে ভারত ইংল্যান্ড অন্যান্য ক্রিকেট দেশগুলো সব সময়ই টাইগারদের সমালোচনায় লেগেই থাকতেন এবং বাংলাদেশ একটু খারাপ খেললেই সমালোচনার ঝড় বইতো । এমনকি যেকোনো ক্রিকেটারকে নিয়ে মিডিয়া সমালোচনা করেই যেতেন । তামিমকে নিয়ে মিডিয়া কম সমালোচনা করেননি । টাইগারদের টেস্ট স্টটাটাস কেড়ে নেয়া থেকে শুরু করে ক্রিকেটারদের সার্মথ নিয়েও প্রশ্ন তুলেছেন । এক বিশ্বকাপই বদলে দিলো সব কিছু । মাহমুদুল্লাহর দুই ম্যাচে সেঞ্চুরী ও ইংল্যান্ডকে হারিয়ে কোর্য়াটার ফাইলান নিশ্চিত করে ভারতের সাথে এক বির্তকিত ম্যাচ সব মিলে গ্রেট ক্রিকেটারদের সমেহু আদায় ও প্রশংসা পাওয়া সত্যিই দেশের ক্রিকেটের জন্যে ভালো সংবাদ । এখন তো ক্রিকেটাররা খুবই ফুরফুরে আমেজে । পাকিস্তানকে পর পর ২ ম্যাচে হারিয়ে বিশ্ব মিডিয়ায় প্রশংসার ঝড় । যখন খারাপ খেলেছে তখন ছিলো সমালোচনার ঝড় ! বিশ্বে এখন মুশফিকদের সময় ।দিন দিন এই দলটি একটি পরাশক্তিতে আর্ভিভুত হচেছ । সামনে অষ্ট্রেলিয়া ও সাউথআফ্রিকা আসছে এখনই শুরু হয়ে গেছে আগাম জল্পনা কল্পনা মুশফিকদের নিয়ে । বেশ কয়েক বছর ধরেই একটি দল হয়ে খেলছে এই দলটি তারই ফল বিশ্বকাপ ও পাকিস্তোনের সাথের ফলাফল । কোনো ক্রিকেটারদেরই স্বামর্থের কমতি নেই এখন শুধুই দেখানোর পালা । কে কাকে ছাড়িয়ে যাবে ! সত্যিই বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ একটি নতুন শক্তি । আমরা করবো জয় একদিন !
_____এম.এ.মামুন
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যিই বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ একটি নতুন শক্তি । আমরা করবো জয় একদিন !


ধারাবহিক হোন এই সাফল্য গাথা!
গর্বে বুকটা ফুলে উঠে
বাংলাদেশ বাংলাদেশ ধ্বনি দিতে রক্ত নেচে উঠে।