নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আছি শূণ্যতার পূর্ণতায় এবং পূর্ণতার শূণ্যতায়। সকলের উপরে শান্তি বর্ষিত হোক।

তাহেরা সেহেলী

আমি আছি শূণ্যতার পূর্ণতায় এবং পূর্ণতার শূণ্যতায়। সকলের উপরে শান্তি বর্ষিত হোক।

তাহেরা সেহেলী › বিস্তারিত পোস্টঃ

মাটিতেই শান্তি

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:২৫

নতুন দালানের পানি ভেজা গন্ধে
মৃত্যুরা এসে তোলপাড় করে
অস্থির করে দেয় আমাকে।

বৃষ্টিতে ভিজা মাটির গন্ধে
হৃদয় প্রশান্ত করে, আকুলতা ছেয়ে যায়,
যা অনন্তকাল মায়াময়, আপন হয়ে রয়।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:২৯

সোনাগাজী বলেছেন:



কবিতায় কি বলতে চেয়েছেন, এখনো বুঝিনি।

১ম পাতায় ১ জনের ১টি পোষ্ট থাকলেই যথেষ্ট!

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৫৪

তাহেরা সেহেলী বলেছেন: যেহেতু বুঝাতে পারিনা, আমার ব্যর্থতা। সেজন্য আন্তরিকভাবে দুঃখিত এবং
কষ্ট করে সময় নিয়ে বোঝার করেছেন সেজন্য কৃতজ্ঞতা!

জানলাম আর দিবোনা, দুঃখিত!


২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কবিতার হাত ভালো।


আপনি বোধ হয় ব্লগের টেকনিক্যাল দিকটা ধরতে পারেন নি। আপনি একসাথে অনেকগুলো পোস্ট দিলে সেগুলো সবই প্রথম পাতায় চলে যাবে, প্রথম পাতায় একসাথে একটার বেশি পোস্ট দেয়া আইনত দণ্ডনীয় অপরাধ না, কিন্তু দৃষ্টিকটু, অন্য ব্লগারগণ বিরক্ত হবেন।

শুভেচ্ছা আপনার জন্য।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৫৬

তাহেরা সেহেলী বলেছেন: ধন্যবাদ, কৃতজ্ঞতা!

জানলাম, আর দিবো না, দুঃখিত!

৩| ২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:০১

খায়রুল আহসান বলেছেন: মাত্র ছ'টি ছত্রে দু'টি স্তবকে সুন্দর একটি কবিতা লিখেছেন। + +
দু'রকমের গন্ধের পার্থ্ক্য সহজবোধ্য।

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৩৮

তাহেরা সেহেলী বলেছেন: কৃতজ্ঞতা অনন্ত অসীম!
আপনি যে আমার লেখাতে বোঝানো দু'রকমের গভীরতা খুব
গভীরভাবে বুঝতে পেরেছেন এবং আমাকে জানিয়েছেন সেজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.