![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
র্নিলিপ্ত আকাশে ধ্রব তারার মত তুমি জ্বলবে
আমি তখন নীল আকাশের মাঝে লুকিয়ে থেকে
দেখব তোমার অবয়ব ।
ব্যাধের বাঁশীর সুরে মুগ্ধ মৃগ সম
ছুটে যাব তোমার পানে।
তুমি খেলবে লুকোচুরি খেলা ।
হঠাৎ এসে হটাৎ যাবে চলে
অন্ধ পথিকের মত আঁধারেই তোমাকে খুঁজবো।
তখন যদি কাছে বল, পথহারা বন্ধু মোর
আমি এসেছি, তাহলেই হবে তোমাকে পাওয়া।
তৃপ্ত হবে বেদনাতুর হিৃদয়ের জ্বালা ।
তুমিএস তুমি এস হে চির জনমের সাথী ।
----------০----------
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৯
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর । হঠাৎ বানানটা একটু দেইখেন
ভালো থাকবেন ।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:০২
আলম দীপ্র বলেছেন: কবিতা ভালো হয়েছে । চালিয়ে যান ।
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩৮
সরদার হারুন বলেছেন: আপনাদের উপদেশ মনে থাকবে ।
সবাইকে ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫০
সরদার হারুন বলেছেন: প্রথম লাইনে শেষের কথা হবে "তুমি জ্বলবে"