![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেয়ে দেখ গো মা আমিনা ঐ কাঁদে
কাাঁদিছে আমিনা, কাঁদিছে আঁখি,
কাদিছে মরু, কাঁদিছে পাখি।
কাঁদিছে ছেলে হারা বেদন হৃদে ।।
ছেলে পেয়ে মা হলো ছেলে হারা
তাইতো মা হলো পাগল পারা ।
অনাথ শিশু দিয়ে হালিমারে
আঁখি নদী মা কেমনে বাঁধে ।।
(ধীরো লয়ে)
তোরা নিয়ে আয় নিয়ে আয়
দেখেযা মা মোর কাঁদিছে নিরালায় ।
স্বামী হারা হৃদে ছেলে এনে দিলে
তবে কেন তাঁরে আজি ছেড়ে গেলে ।
ঘরে ফিরেছে সবে,শুধু মা আমিনা বাদে।।।
--------------০---------------
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫০
আরজু মুন জারিন বলেছেন: চেয়ে দেখ গো মা আমিনা ঐ কাঁদে
কাাঁদিছে আমিনা, কাঁদিছে আঁখি,
কাদিছে মরু, কাঁদিছে পাখি।
কাঁদিছে ছেলে হারা বেদন হৃদে
।।ভালো লাগল নাভটি। শুভেচ্ছা রইল।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫১
অপূর্ণ রায়হান বলেছেন: অসম্ভব ভালোলাগা + লিখুন আরও
ভালো থাকবেন
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২০
সরদার হারুন বলেছেন: বাকটা,আরজু,অপূর্ণ,আপনাদের সবাইকে আমার আন্তরিক
ধন্যবাদ ।
ভাই অপূর্ণ- আরও লিখব যদি আল্লাহ সহায় থাকেন ।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪১
bakta বলেছেন:
ব্যাথাতুর কবিতা । ভালো লাগল বেশ। শুভেচ্ছা জানালাম।