![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে এল কে এল আমার ঘরে !
শূন্য কলসী কে দিল ভরে।
ঘুমানো মুখে তাঁর চাঁদের আলো,
কন্ঠে তাঁর মধু কে ঢেলে দিল ?
ও মুখ দেখি তাই পরাণ ভরে ।।
লুটিছে তাঁরি পায় রবি শশি।
দেখে তাঁরই মুখের হাসি।
খেলিছে ফেরেস্তা নিয়ে তাাঁরে ।।
কানাকানি করে সাগরের জল
এ কোন শিশু এল বল মোরে বল
বিশ্ব নিখিল শোন দরুদ পড়ে ।।।
===========০===========
©somewhere in net ltd.