নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নবদিগন্ত

সাহিত্য লেখক

সরদার হারুন

সাহিত্য লেখক

সরদার হারুন › বিস্তারিত পোস্টঃ

কৈয়ার তেলে কই মাছ ভাজা । ( গণ সংগীত )

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩০



ওরা কইয়ের তেলে কই মাছ ভাইজ্জা

মজা মাইররা খায় ,

গাড়ী ঘোড়ায় চইররা বেড়ায়

ফু দিয়া নিজ গায়।।



আগের যুগের জমিদারী দখল করছে নেতা

দেশের মানুষ প্রজা ভাবে বলেনা সে কথা।

ওরা ব্যবসা করে রাজনীতির ভোটে ধরে পায় ।।



ওরা পাল্লা দিয়া হরতাল দেয়

মানুষ মারে ভাতে,

ওরা দিনের বেলা ঝগড়া করে

দোস্ত পাতায় রাতে।

ওরা ঘনঘন র্পাটি বদলায়

যদি টাহা পায় ।।



ওরা আল্লার নামে মানুষ মারে

মুখে বলে ভাই ,

শয়তান বলে এমন স্বভাব

মোগো মধ্যওে নাই।

ওদের দেখে আজাজিল মরেছে লজ্জায় ।



ভাঙ্গা সুটকেস লঞ্চ হইয়াছে

এতিম হইছে রাজা,

মাথায় দিয়া সাদা টুপি

আবডালে খায় গাঁজা ।

কারো পীর গিরিতে পেট ভরেনা

মন্ত্রী হইতে চায় ।।



ওরা মোগো পোলা লোভ দেখাইয়া

ঘুরায় পিছে পিছে ,

নিজের পোলা বিদেশ পাঠায়

গরীব ঝুলায় গাছে।

দেশের ডাক্তার মোগো দেখে

ওরা, শি্ংগা পুরে যায় ।।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.