![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন আসিবে রাত
দিন হবে অবসান,
তখন আসিও কাছে
চেওনা কো প্রতিদান।।
মেঘের ফাকে চাঁদ যদি ওঠে
জোছনা বিলায় মুখে,
তবে, জুড়াবে আমার তৃষিত হৃদয়
তোমাকে ক্ষনিক দেখে।
গাইবে রাতের পাখি
মহামিলনের গান ।।
দেখিব তোমাকে সারারাত ভরে
বাঁধিব হৃদয় মিলনের ডোরে।
প্রভাত পাখির আনন্দ গানে
যদি, জাগিয়া চলে যাও,
ফেলে যাওয়া তব রাতের সাথীরে
কোন কথা নাহি কও।
তবে ব্যথার বাঁশরী বাজাবনা আমি
করিবনা আভিমান ।।।
২| ০৯ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৩
অচিন্ত্য বলেছেন: সুন্দর হয়েছে।
৩| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৩২
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার গান ।
৪| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৫
অপূর্ণ রায়হান বলেছেন: দারুন লাগলো ।
ভালো থাকবেন ভ্রাতা
৫| ১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৯
সরদার হারুন বলেছেন: এক হতে চারা পর্যন্ত ক্রমিক নং ভাইদের ভাল লাগার জন্য
তাঁদের সবাইকে অশেষ ধন্যবাদ জানাই ।
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৯
এহসান সাবির বলেছেন: ভালো লাগল।