![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
( রাধিকা যমুনায় স্নান করে কলশী কাখে দাঁড়াল। কৃষ্ণ ঘাটের পারে বাঁশীতে সুর বাজালো । ভেজা কাপড়ে নির্জন ঘাটে, সন্ধ্যা বেলা রাধিকা লজ্জা পেয়ে বলছে-)
রাধিকা-
কে তুমি দাঁড়ায়ে
ঘাটের কিনারে ?
লাজে মরি কুল বালা ।
দাঁড়ায়ে সম্মুখে বাজাও বাঁশী,
অধরে মেশান চপল হাসি ।
পর নারী আমি একেলা ঘাটে
যমুনা নদী কূলে স্রোতের তটে,
কেন দিছ লাজ পেয়ে একেলা ?
[কৃষ্ণের মনে হলো সদ্য স্নানরতা রমনী তার পূর্ব জন্মের রাই]
তাই সে বলছে -
কেগো তুমি নারী যেতে চাও বাড়ি
মনে হয় চিনি চিনি,
আর জনমেতে ছিলে তুমি সাথে
আমার প্রাণের খনি ।
ও দুটি নয়ন করেছি স্মরণ
যবে ছিলে তুমি বধু,
তোমার শুধা মাখা বাণী
আজো কানে শুনি ,
শ্রবনে ঝরিছে মধু ।
কোথা ছিলে তুমি ?
খুঁজিয়াছি আমি
পেয়েছি যমুনা কূলে,
ছিল যত স্মৃতি আমার পিরীতি
কেমনে গিয়েছ ভুলে ? ।।
[উভয়ের দৃষ্টিবিনীময়ে প্রেমের অনুভুতিতে
শিউরে উঠল। তাই রাধিকা বলছে]
রাধিকা- (চলবে.......
২| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৮
সরদার হারুন বলেছেন: অপূর্ণ রায় ছড়বনা । ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:১৮
অপূর্ণ রায়হান বলেছেন: চলুক ++++++
এই লেখা ছাড়বেন না প্লীজ , আজকাল এমন লেখে না কেউ ।
ভালো থাকবেন অনেক