নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নবদিগন্ত

সাহিত্য লেখক

সরদার হারুন

সাহিত্য লেখক

সরদার হারুন › বিস্তারিত পোস্টঃ

পল্লী গীতি

১৪ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৭



জোড় ভুরুতে কাজল মেখে
বেনী দুলে যাও,
আমায় দেখে বারেক কেন
পেছন ফিরে চাও ।।

হিজল বনে চাঁদেন সনে
খেলছ লুক চুরি,
হরিণ নয়ন রাঙা চরণ
দেখে আমি মরি ।
আড় চোখে আমায় দেখে
ফেল তোমার পাও ।।

গাঙের কুলে কদম ডালে
বাজাই যখন বাঁশী,
কলসি ফেলে তাহার তলে
দাড়াও বারেক আসি।
তোমায় আমি করব রাণী
যদি রাজী হও ।।।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৪

নুরএমডিচৌধূরী বলেছেন: বাঃ
চমৎকার!
কি সুন্দর !
দারুন হয়েছে কবি
মনে মনে দেখছি আমি
তোমার ছন্দ প্রেমের ছবি।
ভাল থাকা হোক

২| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:০৯

অপূর্ণ রায়হান বলেছেন: লুকোচুরি হবে না ?

আড় চোখে আমায় দেখে
ফেল তোমার পাও ।।

ফেলো তোমার পাও , লাইনটা লেখাটার সৌন্দর্যে একটা আঘাতের মতই লাগলো ।

শেষ লাইনে হও , আগের চাও ও পাও এর সাথে মিলে কি ?

ভালো থাকবেন ভ্রাতা :)

৩| ১৫ ই অক্টোবর, ২০১৪ ভোর ৫:০৯

পিয়ালী দও বলেছেন: ভাল লাগল

৪| ১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪৩

সরদার হারুন বলেছেন: অপূর্ণ রায়হান-হ্যা . লুকোচুরি হবে যার অর্থ বিশেষ গোপনীয়তা ।
বানানের ভুল ধরিয়ে দিয়ে ভাল করেছেন। ধন্যবাদ।
এটা একটা পল্লী সমাজের কথা কাজেই ফেলো তোমর পাও গানের কোন ক্ষতি করেনি।

গান লেখার কিছু নিয়মআছে যেমন তিনটি অংশ থাকবে ্ ১। এস্থাই ২।অন্তরা ৩।সঞ্চারী ।প্রথম অংশ লিখে দু'টি মাত্রা ( ।।) দিতে হয়
আবার দ্বিতীয় অংশ গেয়ে ।। মাত্রা দিয়ে বোঝানো হয় যে আপনি প্রথম অংশ আবার গান । এ রূপ তৃতীয় অংশ হব ।এখন দেথুন ওখানে দু'টি মাত্রা (।।) আছে কিনা ।
ভাই, আমাকে এক হাতে লিখতে হয়। বাম হাত ব্যাবহার করতে পারিনা । কাজেই আমি যা চাই তা হয়না । বিশেষ করে বানান ।

৫| ১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪৯

সরদার হারুন বলেছেন: মিস্টার নূর এমডি আপনাদের ভাল লাগা্ আমার প্রেরণা ।

অশেষ ধন্যবাদ ।

৬| ১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৫৭

সরদার হারুন বলেছেন: এবার পিয়ালীকে বলছি ।

আমিজানি যে অনেক ভাই বোন আছে যারা আমার লেখা মন দিয়ে পড়েন।

তার মধ্যে অপূর্ণ রায়হান এবং পিয়ালী দত্ত আছেন ।
অনেক ধন্যবাদ।

৭| ২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৪

অপূর্ণ রায়হান বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা ।

আপনার বাম হাতের কথা জেনে খুবই মর্মাহত হলাম :( সর্বশক্তিমান আপনার মঙ্গল করুন ভাই ।

ভালো থাকবেন অনেক ।

৮| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৯

বাংলার নেতা বলেছেন: ভালই তো লিখেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.