| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধু তোইমারই জন্যে আকাশেউঠেছে রঙধনু,
ফুটেছে পলাশ কৃষ্ণচুড়া রাখাল বাজায় বেনু ।।
শুধু তোমারই জন্যে দখিনা বাতাস
কেঁদে কেঁদে ফিরে যায়,
শুধু তোরই জন্যে আকাশের চাঁদ
পৃথিবীতে আলো দেয় ।
ফুলে ফুলে ডাকা বাসর সজ্জা
সাজায়ে আমি রাখিনু ।
ফুটেছে পলাশ কৃষ্ণচুড়া
রাখাল বাজায় বেনু ।।
আগের মত সকলি তেমনী আছে
শুধু তুমি নেই কাছে।
তোমার লাগি শুধু পথ চাহি হায়
আখি জল মোর নিরবে ঝড়িয়া যায়।
স্বপনে তোমারে দু'বাহু দিয়ে
হৃদয়ের মাঝে বাঁধিনু।
ফুটেছে পলাশ কৃষ্ণচুড়া
রাখাল বাজায় বেনু ।।।
২|
২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৯
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার ।
শুভেচ্ছা রইল ভ্রাতা
৩|
২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৬
সরদার হারুন বলেছেন: এসান সাহেব, মতামতের জন্য ধন্যবাদ ।
৪|
২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪২
সরদার হারুন বলেছেন:
অপূর্ণ রায়হান,
শুধু তোমারই জন্যে লিখিতে ইচ্ছা করে,
তোমারে যে পাই প্রতিটা লেখায়ই,
ছুটে আস বারে বারে ।
ধন্যদ
৫|
২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২২
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । পড়ে ভাল লাগলো । ![]()
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৬
এহসান সাবির বলেছেন: বাহ!