নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নবদিগন্ত

সাহিত্য লেখক

সরদার হারুন

সাহিত্য লেখক

সরদার হারুন › বিস্তারিত পোস্টঃ

পদাবলী

২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:১১

আমিু গোপনে জানিয়া আসিনু চলিয়া এমন অচেনা দেশে,
আমি কি ফল লভিনু সকলি হারানু ,বধুরে পাবার আশে ।

বধুরে আামার দেখার লাগি , হলেম আমি দেশবিভাগী,
আমি তারি লাগি সকলই ত্যাগী আসিলাম বধুর পাশে।

আমি মরমে মরিয়া তাহারে স্মরিয়া ছাড়িনু আপন বাস,
শুধু আখির পাতায় দেখিনু তাহায় খুঁজিয়া বরষ মাস ।

আমি আর কিছু হেরিলাম নারে,যদিও খুঁজে পেলাম তারে,
আমার বধুর নয়ন বীনে আর কিছু হেরিলাম নারে।
ঐ নয়নের সাগর জলে থাকিব করিতে বাস ।

আমারে দেখিতে আসিত যে রাতে ছাড়িয়া অপর লোক,
না দেখিয়া মোরে, ফিরিতনা ঘরে ,পাইত পরাণে শোক।
সে আজ আমারে চিনিতেনা পারে আসিয়া আর এক বেশে ।
তার সোনার বরণী অঙ্গের লাবনী, হারালো এ দেশে এসে ।

দিবা নিশি দেখে মোরে তবু বধু চিনতে নারে।
তার ,আর জনমের সাথী ছেড়েঅাসলো এ কোন নতুন বেশে ।

সকলি হারায়ে নয়ন লইয়ে কি ফল হইল তার,
হারালা সে গীতি ভুলিলো পীরিতি কি দেখিব আমি আর।
আমি আর কি দেখিব গো
গীতি ভোলা বধুর মুখে আমি আর কি দেখিব গো
মরিলেও আমি পাবনা বধুরে
জীবনে পাওয়াতো ভার ।।

আমি না পাইয়া তারে ফিরিলাম ঘরে দেখিয়া নয়ন খানি,
আমি হেরি ও নয়নে বধুর আননে আমার সোনার খনি।
আমি সোনার খনি হেরিলাম ।
ঐ নয়নে বধুর নয়ন তাইতো সোনার খনি হেরিলাম।
আর কেহনা চিনে চিনুক আমি বধুর নয়ন চিনি।।

হারুণ কহে বিধিরে ডাকিয়া,
কি খেলিছ তুমি মানুুষেরে নিয়া ?
এ কোন তোমার রীতি ?
চিতার আগুন নিভিছে জলে
মনের চিতা আজো তবু জ্বলে
দহিছে পরাণে স্মৃতি।
আমার বধুর স্মৃতি জ্বলে
নিভে না তা আখিজলে।
গাহিতে পারেনা এখন বধু
ভুলিয়া তাহার সকল গীতি
আসিয়া নবিন দেশে
বধুরে পাবার আশে ।।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.