![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারণ এরা প্রথমত এখনও কথা বলা শেখেনি। ফলে দূর্মুখ গলে যা বের হয় তা দুর্গন্ধযুক্ত অর্থাৎ শিট।
কার সাথে কোন ভাবে কথা বলতে হয়, কোন শব্দ ব্যবহার করতে হয়, এগুলো না শিখেই ইচ্ছেমত বাকওয়াজ করলেই যে ব্লগ হয় না, সেটাও এরা জানে না। তর্ককে এরা বিতর্ক ভাবে, আর ভাবে এই হচ্ছে আমার অনেক অনেক গিয়ান (জ্ঞান)। অবশ্য ব্লগার বলতে সাধারণ মানুষ এখন বোঝে ওরা মনে হয় নাস্তিক, আর ধর্মের বিরুদ্ধে বিশেষত ইসলামের বিপক্ষে কথা বলতে সিদ্ধহস্ত।
ধর্মধ্বজীরাও কম যান না। ওরাও ইচ্ছের উপর দিয়ে অনেক রকম কথা শুনিয়ে ছেড়ে ভাবেন, এটা আমার জিহাদ হচ্ছে! ওরে পামর জিহাদ ওরে কয় না, আগে মনের সাথে বিশ্বযুদ্ধটা বাঁধিয়ে নে (এরে জিহাদে আকবর কয়), তখন আর অন্যের গলায় ছুরি বসাবার সময় পাবি না। (আমি যেহেতু গোয়েন্দা বিভাগে কাজ করি না, তাই নিশ্চিত করে জানি না, এরা কারা, পুলিশবেটারা সব জানে)
এই সাইটে এবং অন্যান্য মেলা যায়গায় ঢিল ছোড়াছুড়ি হয় ছাগু-প্রগু নিয়ে। কিন্তু কে ছাগু, আর কে প্রগু সেটার ব্যাপারে সিদ্ধান্ত দেবার জন্য এই ব্লগ সাইটটি কাউকে নিয়োগ দিয়েছে বলে জানিনি। যদিও ঘরের খেয়ে বনের মোষ তাড়াবার মেলা মেলা ভলানটিয়ারকে দেখে এসেছি ব্লগের জন্মকাল থেকে।
ইন্টারনেটে যা ইচ্ছে তাই লিখি, কারণ কেউ তো আর দেখতে পাচ্ছে না! বাঙালির এই মানসিকতা আছে কারণ আমরা নিজেরা নিজেকেই সম্মান করতে জানি না।
©somewhere in net ltd.