![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলো বৃদ্ধাশ্রম বন্ধ করি মা বাবাকে যত্নে রাখি..
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাহুথর বাজারে অবস্থিত বিশ্ব মানব সেবা সংঘের বৃদ্ধাশ্রমটি এখন ঐ এলাকার অসহায় বৃদ্ধ ও বৃদ্ধাদের জীবনের শেষ বয়সের ঠিকানা হয়ে উঠেছে। অসহায় বৃদ্ধ-বৃদ্ধারা এখানে এসে খুঁজে পেয়েছেন তাদের শেষ বয়সের নিরাপদ আশ্রয়।
জানা গেছে, গোপালগঞ্জের স্বেচ্ছাসেবী সংস্থা বিশ্ব মানব সেবা সংঘের উদ্যোগে ২০০১ সালের ২২ জানুয়ারি আশ্রয়ন প্রকল্পের আওতায় উপজেলার হাইশুর গ্রামে এ বৃদ্ধাশ্রমটি প্রতিষ্ঠিত হয়। উন্নত যোগাযোগের লক্ষ্যে বৃদ্ধাশ্রমটি এখন রাহুথর বাজারে স্থানান্তর করা হয়েছে। এ নিবাসটিতে ২০ জন অসহায় অন্ধ, পঙ্গু, নিঃসন্তান বিধবা ও স্বামী পরিত্যক্তা বৃদ্ধা অবস্থান করছেন। বিশ্ব মানব সেবা সংঘ এদের থাকা-খাওয়া, চিকিত্সা ও সেবাশুশ্রূষার ব্যবস্থা গ্রহণ করে চলেছেন
২০০১ সালের ২২ জানুয়ারি ফুলমতি নামে এক অপরিচিত বৃদ্ধা মহিলা চান্দার বিলের পাড়ে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকেন। তাকে দুইজন পথচারী হাইশুর বিশ্ব মানব সেবা সংঘের অফিসে নিয়ে আসে। ঐ মহিলা চিকিত্সা সেবা পেয়ে তার আপনজনদের কাছে ফিরে যেতে রাজি না হওয়ায় তাকে দিয়েই এই বৃদ্ধাশ্রম-এর পথ চলা শুরু হয়।
বৃদ্ধাশ্রমের পরিচালক আশুতোশ বিশ্বাস-এর কাছে বিভিন্ন বিষয় জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, এলাকার বিত্তবান, দানশীল ব্যক্তিদের সহযোগিতা ও আমার নিজস্ব অর্থায়নে বৃদ্ধাশ্রমটি কোনরকমে চালিয়ে যাচ্ছি। সরকারি বা বিদেশি কোন সংস্থার কাছ থেকে এ পর্যন্ত কোন সহযোগিতা পাইনি। তাই বৃদ্ধাশ্রমটি চালাতে কষ্ট হচ্ছে।
©somewhere in net ltd.