![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়েটার সাথে আমার যৌন সম্পর্ক ছিল প্রায় দেড় বছরের, তবে তা বিবাহ বহির্ভূত ছিল না, আমরা গোপনে বিয়ে করেছিলাম । যদিও বিয়ে নিয়ে আমি বেশি স্পর্শকাতর নই, তবে জেরিন ছিল অতিমাত্রায় সংস্কার আক্রান্ত, সে কোনভাবেই সার্টিফিকেট ছাড়া সেক্স করতে রাজি ছিল না । আমি কেবল ওর সাথে এক বিছানায় শুতে উদগ্রীব ছিলাম, শর্ত কোন বিষয়ই নয় সেক্ষেত্রে । আমরা তাড়াতাড়িই বিয়ের ঝামেলা শেষ করলাম । সব হয়েছিল জেরিনের পরিকল্পনা মতো, আমি কথা দিলাম দুই বছর পর স্বেচ্ছায় তাকে ডিভোর্স দিবো, এরপর সে তার বহুদিনের প্রেমিককে বিয়ে করবে ।
এটা আগাগোড়াই একটা চমকপ্রদ প্রস্তাব ছিল আমার জন্য । আমার তখন কিছু বান্ধবী থাকলেও এমন কেউ ছিল না যার সঙ্গে এক বিছানায় শোয়া যায়, শরীর দেখা যায় যার আদ্যোপান্ত, শরীরের মাতাল করা ঘ্রাণ শোঁকা যায় অবিরত । এটা নিয়ে প্রায়ই মনস্তাপে ভুগতাম আমি । মাঝে মাঝে ইচ্ছা হতো গণিকালয়ে যাই, তবে সাহস হয় নি কখনো । অবশ্য পরিচ্ছন্ন বেশ্যাদের স্তন চোষার মতো পর্যাপ্ত অর্থও আমার ছিল না । কিন্তু জেরিনও যে আমার মতো দুর্বিষহ জীবন কাটাচ্ছে, তথ্যটা একটু অবাক করার মতোই ছিল । আমরা সবাই জানতাম জেরিন ফোর্থ ইয়ারের একটা ছেলের সাথে প্রেম করছে । বেশ ভালো ছেলে, সামাজিক আর আনুষ্ঠানিক ধাঁচের, একটু হয়তো নির্বোধ, তবে ওদের প্রেমটা বেশ দৃঢ়ই ছিল, দীর্ঘ দিনের, পারিবারিকভাবেও স্বীকৃত, আমরা এমনই জানতাম ।
জেরিন জানত আমার কোন প্রেমিকা ছিল না আর আমি চালচুলোহীন, আমার অর্থকষ্টও ছিল । যে কোন কারনেই হোক, আমাকে হয়তো তার নির্ভরযোগ্য আর জটিলতাহীন মনে হয়েছিল । সে আমার বেশ ঘনিষ্ঠ হয়েছিল অল্প কয়েকদিনেই ।
পলিফোনিক রিংটোনের একটা সস্তা ফোন ছিল তখন আমার, ঐ ফোনে টাকা থাকতো না কখনোই । ব্যালেন্স শূন্য ফোনে কেউ কল করার প্রয়োজন বোধ করে না, কিন্তু জেরিন আচমকাই অনবরত ফোন করা শুরু করে । আমি ছিলাম মহা অব্যস্ত মানুষ, আমার ছিল অফুরন্ত সময় । বিদ্যুতের তারে বসে থাকা কাক, ড্রেনের জলে ভেসে চলা রঙ্গিন চকচকে পলিথিনের ব্যাগ আর ভাঙ্গা এবড়ো থেবড়ো রাস্তার উপর দিয়ে দ্রুত পায়ে হেঁটে যাওয়া কুকুর দেখেই আমি বেশিরভাগ সময় কাটাতাম ।
জেরিন তার উদ্দেশ্য জানাতে খুব দেরি করে নি । যদিও ব্যাপারটা আমাকে ভাবাচ্ছিল, আমি সন্দেহপ্রবন আর সতর্ক মানুষ, তাই জেরিন যখন অতি গোপনীয় প্রস্তাবটা দিলো, সহসাই আশংকামুক্ত হলাম, অবাক তো অবশ্যই ।
জেরিন অবস্থা সম্পন্ন পরিবারের মেয়ে ছিল, রক্ষণশীলও বলা যায় কিছুটা । তাকে ছেলেবেলা থেকেই বিভিন্ন ধরনের সংস্কার গুলে খাওয়ানো হয়েছে । যদিও সরাসরি দেখা বা কথা বলার সময় জেরিনকে বেশ জড়সড় আর দ্বিধান্বিত লাগতো কিন্তু ফোনে জেরিনকে মনে হতো অনেক বেশি আত্মবিশ্বাসী, অকপট আর বুদ্ধিমান । মেয়েটাকে পছন্দ না করার কোন কারন ছিল না । হিজাব পরতো সে ঢোলা সৌদি বোরখার সাথে । তার অনিন্দ্য কমনীয় মুখ আর বিস্ময়কর নীল চোখই যথেষ্ট ছিল যে কাউকে মোহান্ধ করতে ।
আমরা ঠিক করলাম আমাদের একান্তে কথা বলা উচিত কোন নিরব অথবা নির্জন জায়গায় । এক মঙ্গলবার আমরা ক্লাসে না গিয়ে কাপ্তাই লেকে গেলাম । বর্ষার জলে লেকটা থই থই করছিল, লেকের জলে কয়েকটা রাজহাঁস আর একটা শিয়াল ভাসছিল । আমি তাকে বললাম তোমার তো প্রেমিক আছে, যার সাথে তোমার বিয়েও ঠিক হয়ে আছে, তবু কেন আমার প্রেমিকা হতে চাইছো ।
- আমি ওকেই বিয়ে করবো, তাকে ভালবাসি আমি, সে নিরীহ আর সৎ । এদের সঙ্গে নির্ঝঞ্ঝাটে পৃথিবীতে থাকার সময়টা কাঁটিয়ে দেয়া যায় । কিন্তু সে অতিমাত্রায় ধার্মিক, ভীতুও, অবশ্য আমিও বোরখা পরি, নামাজ পড়ি নিয়মিত । জেরিন এরপর একটু থেমে নিচু আর স্পষ্ট গলায় বলল, তুমি হয়তো বাগাড়ম্বর ভাববে, তবে এটা সত্য, বহু শব্দহীন রাত আমি না ঘুমিয়ে কাটাতে বাধ্য হচ্ছি । আমার পুরো শরীর ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে, সারা শরীরে বর্ণনাতীত যন্ত্রণা । এভাবেই কাটছে অজস্র দীর্ঘ রাত, শীতল নিস্তব্ধ ভোর, নির্জন দুপুর আর বিষণ্ণ আবছা গোধূলি । মাঝে মাঝে অপ্রকৃতিস্থ মনে হয় নিজেকে । তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমার ব্যাপারটা, আমি যতদূর জানি মেয়েরা তোমাকে পছন্দ করে না, তোমার আশে পাশে ঘেঁষে না । তুমিও আমার মতো তৃষ্ণার্ত আর বুভুক্ষ ।
- এটা আসলেই ভয়াবহ, শারীরিক এবং মানসিক দুদিক দিয়েই ।
- আমি মহসিনকে অসংখ্যবার বলেছি, সে বিয়ের আগে সেক্স করতে কোনভাবেই রাজি নয়, এমনকি গোপনে বিয়েও সে করবে না । আমি বহুভাবে তাকে বোঝাতে চেষ্টা করেছি, আমার ভাবতে কষ্ট হয়, আমি তাকে ভালবাসি, তাকে ঠকাতে চাই না আমি । অথচ পৃথিবী সরল নয়, চাইলেও এখানে কেউ নিজের ইচ্ছা অনুযায়ী সব নিয়ন্ত্রণ করতে পারে না ।
- এখন কি করবে ভাবছো ।
- আমরা গোপনে বিয়ে করবো যদি তুমি রাজি থাকো । দুই বছরের জন্য । এরপর তুমি আমাকে ডিভোর্স দেবে । সারা জীবনের জন্য চাপা পড়ে যাবে এই দুই বছর ।
প্রায় দেড় বছর সব ঠিকঠাকই চলেছে । আমরা সুযোগ পেলেই সবার আড়ালে চলে যেতাম শহর ছেড়ে, সারাদিনের জন্য রাঙ্গামাটি, নীলগিরি অথবা কলাতলী সমুদ্র পাড়ের কোন হোটেলে । আমরা অবিরাম সেক্স করতাম আর সমুদ্রের নীল জলে ভিজতাম । অদ্ভুত উদ্দাম একটা সময় ছিল সেটা । আমি যেন কল্প জগতে ভাসছিলাম, আমার অর্থাভাবও কেটে গেছিল । জেরিন আমাকে প্রচুর টাকা দিতো । সময়টা ছিল আনন্দের-সুখের, আমি অনেক ভালো বোধ করতাম ঐ সময়টায়, রাতে এবং দিনে, আমার কোন দুঃখবোধ ছিল না তখন ।
কিন্তু সুসময় সম্ভবত ধরে রাখা যায় না দীর্ঘ দিন, ফুরিয়ে যায় কল্পনার চেয়েও দ্রুত । একদিন হঠাৎই আমার ঘোর কাটল, জেরিন আমাকে বলল যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সের যাবতীয় কাজ সেরে ফেলতে, সে তার বহু বছরের প্রেমিককে আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে যাচ্ছে । যদিও ব্যাপারটা ঘটারই কথা ছিল, তবু অকল্পনীয় আর অসম্ভব মনে হচ্ছিলো সবকিছু । আমি স্তব্ধ হয়ে গেলাম কিছু মুহূর্তের জন্য, সবকিছু যেন থমকে গেলো আচমকা, যেভাবে প্রচণ্ড ঝড় শুরুর পূর্বে কালো মেঘে ঢেকে যায় সূর্য, দমকা হাওয়া সহসাই পথ হারায় কোন প্রান্তরে, থমথমে শীতল অনুভূতি ছড়ায় ক্ষণিকের জন্য, কেবল কিছু শুকনো পাতা আর মিহি বালি ভাসে বাতাসে, সাথে ভাসে একটা হাহাকার ভরা উৎকণ্ঠার পূর্বাভাসের গন্ধ ।
আচমকাই যেন খটখটে বাস্তবে আছড়ে পড়লাম, জেরিনের দেয়া শর্তটা মনে পড়লো আমার । তার পুরুষ ছিল, সে একজনকে ভালোবাসতো, আর তাকেও একজন ভালোবাসতো । ভালোবাসার তার অভাব ছিল না, তার দরকার ছিল প্রেম, সে আমার কাছে এসেছিল প্রেমের জন্য । আমি তাকে প্রেমের সব আনন্দই দিয়েছিলাম । কিন্তু আমাকে ভালোবাসার কেউ ছিল না । জেরিন আমাকে প্রেম দিয়েছিল, ভালোবাসাও হয়তো কিছু কিছু । আমি কেন তাকে ছেড়ে দিবো, আমারও ভালোবাসা দরকার, একইসাথে প্রেমও । আমি কোনভাবেই নিজের আনন্দকে বিসর্জন দিতে পারি না ।
আমি জেরিনকে আমার ভালোবাসার কথা বললাম । সে আইনত আমার স্ত্রী, আমার অপারগতা তাকে জানালাম আমি ।
জেরিন কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে ছিল নিস্পলক পাথরের মূর্তির মতো, এরপর আচমকাই নিঃশব্দে জ্ঞান হারালো ।
অনেক বছর পর যখন জেল থেকে বেরুলাম আমি, সব কিছুই পাল্টে গেছে ততদিনে । জেরিন প্রবাসী এক ছেলেকে বিয়ে করে ইউরোপে পাড়ি জমিয়েছে । আমার সব সহপাঠী বাচ্চাদের স্কুলের ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে । আমি যেই পুরনো একতলা বাড়িটার চিলেকোঠায় থাকতাম সেটা ভেঙে বহুতল ভবন হয়েছে । জেরিনের সেই প্রভাবশালী ভাইটা স্ট্রোকে মারা গেছে, যে মিথ্যা মামলায় আমার বহু বছর জেলে থাকার বন্দোবস্ত করেছিল । অথচ আমি কেবল ভালবেসেছিলাম, আর কিছুই না ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৬
সায়ান তানভি বলেছেন: ধন্যবাদ সুমন ভাই ।কিন্তু প্যারার ব্যাপারটা বুঝলাম না ।একটু বুঝিয়ে দিবেন কি ।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮
আরাফআহনাফ বলেছেন: "আমি কেবল ভালবেসেছিলাম ,আর কিছুই না "
গল্পে ++++
(সুমন করের সাথে সহমত।)
বাস্তবতার কাছাকাছি?
ভালো থাকুন - সবসময়।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২১
সায়ান তানভি বলেছেন: ধন্যবাদ আফনাফ ভাই, সুন্দর মন্তব্যের জন্য, ভাল থাকুন।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৯
আরণ্যক রাখাল বলেছেন: আমি ভেবেছিলাম, পড়ে পড়ব। কিন্তু দুইএকটা লাইন পড়ার পর জমে গেলাম গল্পে।
চমৎকার বুনন, ভিন্ন প্লট। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হলো আমি আটকে ছিলাম লেখায় আর লেখাটা ছিল মসৃণ আর ভালরকম গতিশীল।
অসাধারণ
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৩
সায়ান তানভি বলেছেন: ধন্যবাদ আরন্যক ভাই, চমৎকার মন্তব্য মুগ্ধ করলো। শুভ কামনা।
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৮
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ভিন্ন প্লটের চমৎকার একটা গল্প। বেশ ভাল লাগলো!
অঃ টঃ- গল্পের প্যারাটা হলো, নির্দিষ্ট কিছু লাইন লেখার পরে একটা গ্যাপ দেওয়া। উদাহরণ সরুপ, আমার এই মন্তব্যটা দুইটা প্যারায় প্রকাশিত করলাম!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২১
সায়ান তানভি বলেছেন: ধন্যবাদ টাইগার ভাই ।পরামর্শের জন্য ধন্যবাদ ।আমি ঠিক করে দিয়েছি ।
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৭
সুমন কর বলেছেন: এ যেমন ধরুন,
- আমরা গোপনে বিয়ে করবো যদি তুমি রাজি থাকো ।দুই বছরের জন্য ।এরপর তুমি আমাকে ডিভোর্স দেবে ।সারা জীবনের জন্য চাপা পরে যাবে এই দুই বছর ।
প্রায় দেড় বছর সব ঠিকঠাকই চলেছে । আমরা প্রায়ই সবার আড়ালে চলে যেতাম শহর ছেড়ে, একদিনের জন্য রাঙ্গামাটি ,নীলগিরি অথবা কলাতলী সমুদ্রের পাড়ের কোন হোটেলে। আমরা অবিরাম সেক্স করতাম আর সমুদ্রের নীল জলে ভিজতাম । অদ্ভুত উদ্দাম একটা সময় ছিল সেটা। আমি যেন কল্প জগতে ভাসছিলাম ,আমার অর্থাভাবও কেটে গেছিল। জেরিন আমাকে প্রচুর টাকা দিতো । সময়টা ছিল আনন্দের -সুখের ,আমি অনেক ভালো বোধ করতাম তখন,রাতে এবং দিনে ,আমার কোন দুঃখবোধ ছিল না তখন।
কিন্তু একদিন হঠাৎই আমার ঘোর কাটল, জেরিন আমাকে বলল এক সপ্তাহের মধ্যে ডিভোর্সের যাবতীয় কাজ সেরে ফেলতে ,সে তার বহু বছরের প্রেমিককে সামাজিকভাবে বিয়ে করতে যাচ্ছে। আমি স্তব্ধ হয়ে গেলাম কিছু মুহূর্তের জন্য -- এভাবে দিলে পড়তে সুবিধা হয়।
শুভ রাত্রি।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২২
সায়ান তানভি বলেছেন: ধন্যবাদ সুমন ভাই ,আমি ঠিক করে দিয়েছি ।শুভ রাত্রি ।
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৫
আহসানের ব্লগ বলেছেন:
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
সায়ান তানভি বলেছেন:
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৮
ফেরদৌসা রুহী বলেছেন: ভিন্ন প্লটে লেখাটা ভালো লেগেছে।
গতানুগতিক যে সমস্ত লেখা আমরা পড়ি সেসব লেখা থেকে সম্পূর্ণই ভিন্ন আঙ্গিকে লেখা।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
সায়ান তানভি বলেছেন: ধন্যবাদ রুহী আপু ,আপনার মন্তব্য অনুপ্রাণিত করবে ।
৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৩
গেম চেঞ্জার বলেছেন: আগেও পড়েছিলাম। তবে আপনারই হয়তোবা....!!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
সায়ান তানভি বলেছেন: জি চেঞ্জার ভাই ,যখন অব্জারবেসনে ছিলাম তখন এই গল্পটা পোস্ট করি ,পড়ে যখন আমাকে সেফ ঘোষণা করা হয় ,এই পোস্টটা কয়েকদিন পর মুছে ফেলি পরে পোস্ট করবো বলে ।ধন্যবাদ আরেকবার পড়ার জন্য ।শুভ কামনা ।
৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:৫৬
আহসানের ব্লগ বলেছেন: মিথ্যে মামলা টা কি ছিল ?
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
সায়ান তানভি বলেছেন: বাংলাদেশে ক্ষমতাবানদের জন্য এটা কোন ব্যাপারই না ,ধরেন নারী নির্যাতন মামলা দিয়ে দিলো অথবা মাদক বা অস্ত্র মামলা দিয়ে দিলো পুলিশকে হাতে নিয়ে
১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি নিয়মিত লিখুন। আপনার লেখা বেশ প্রাঞ্জল। গল্প ভালো লেগেছে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
সায়ান তানভি বলেছেন: ধন্যবাদ কাল্পনিক ভাই ,আপনার মন্তব্য উৎসাহিত করবে ।শুভ কামনা ।
১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৪
শাহাদাত হোসেন বলেছেন:
জীবনে কখনো জৈবিক চাহিদার কাছে ভালোবাসা পরাজিত হয় আবার কখনো ভালোবাসার কাছে জৈবিক চাহিদা পরাজিত হয়।
ব্যাতিক্রমী গল্প পড়ে ভালো লাগলো ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
সায়ান তানভি বলেছেন: চমৎকার মন্তব্য ,আপনার ভালো লাগা আমাকে ভালো লাগায় ভাসালো ।ভালো থাকবেন ।
১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪১
ইমরাজ কবির মুন বলেছেন:
comotkaar Likhsen.
keep it up.
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
সায়ান তানভি বলেছেন: ধন্যবাদ মুন ভাই মন্তব্যের জন্য ।শুভ কামনা থাকলো ।
১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ++++
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
সায়ান তানভি বলেছেন: ধন্যবাদ সাজ্জাদ ভাই ,আপনার মন্তব্য আনুপ্রানিত করবে , ভালো থাকুন ।
১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৮
বিজন রয় বলেছেন: আপনার লেখায় একটি সাবলিল ভাব আছে। লিখুন।
+++++
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
সায়ান তানভি বলেছেন: অনেক ধন্যবাদ বিজন ভাই ,অনুপ্রেরনাদায়ক মন্তব্য ,কাজে লাগবে আমার ।শুভ কামনা ।
১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৪
আব্দুল্যাহ বলেছেন: দোষ ভালোবাসা নয়, দোষ লোভের। কারণ যে সম্পর্ক শুরুই হয়েছে একটি চুক্তির মাধ্যমে সেই চুক্তি না মানা দোষের। আর এক ছাদের নিচে বসবাস করা কুকুরটিও আমাদের মনে দাগ কাটে, সেখানে যে নারীর সাথে একান্ত সময় কেটেছে তাকে তো ভালবাসবেনই।
যাই হোক, গল্পটি ভালো হয়েছে
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
সায়ান তানভি বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ,ভালো থাকুন
১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪
উল্টা দূরবীন বলেছেন: গল্পের প্লট একেবারেই আলাদা। ভালো লাগছিলো পড়তে। ফ্যাক্ট গুলোও ভালো। তবে বাস্তবে এমনটা হতে দেখিনি কখনো।
শুভকামনা জানবেন।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০১
সায়ান তানভি বলেছেন: গল্প তো বাস্তব আর কল্পনারই মিশেল ,অনেক কিছুই হচ্ছে আমাদের সামনে ,আমরা দেখার চেষ্টা করি না তাই চোখে পরে না ।মন্তব্যের জন্য ধন্যবাদ ।শুভ কামনা
১৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০২
মৃদুল শ্রাবন বলেছেন: সাবলিল গল্প। ভাল লেগেছে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৫
সায়ান তানভি বলেছেন: ধন্যবাদ মৃদুল ভাই ,ভালো থাকবেন
১৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৬
মুদ্দাকির বলেছেন: বাস্তব গল্প। আজকাল এই রকম হয়। সুন্দর হয়েছে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৭
সায়ান তানভি বলেছেন: ঠিক বলেছেন ,তবে গল্প আসলে কিছু বাস্তবতা আর কিছু কল্পনার সংমিশ্রণ ।ধন্যবাদ মন্তব্যের জন্য । শুভ কামনা ।
১৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৭
হাসান মাহবুব বলেছেন: ভালো লেগেছে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৮
সায়ান তানভি বলেছেন: ধন্যবাদ হাসান ভাই ।আপনার মন্তব্য অনেক বেশি অনুপ্রাণিত করে। ভালো থাকুন
২০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভিন্ন স্বাদের।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৯
সায়ান তানভি বলেছেন: আপনাকেও ভিন্ন স্বাদের ধন্যবাদ জানাই । ভালো থাকুন
২১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮
অপর্ণা মম্ময় বলেছেন: বাস্তবেও এমন হতে পারে এটা মানতে অস্বস্তি লাগছে আবার এটাও ঠিক বাস্তবের রেশ থেকেই গল্পগুলো উঠে আসে।
ভালোবাসার চেয়ে শরীরি ভালোবাসা কি সত্যিই এতো গুরত্বপূর্ণ হয়ে উঠতে পারে! ভাবছি!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৮
সায়ান তানভি বলেছেন: অস্বস্তি লাগলেও ব্যাপারটা অবাস্তব নয় ।আর আমার বেক্তিগত পর্যবেক্ষণ বলে শরীর ভয়ানক গুরুত্বপূর্ণ একটা বিষয় ।যারা প্লেটোনিক ভালোবাসার কথা বলেন ,তারা ঠিক অভিজ্ঞ নন অথবা তারা প্লুটোর অধিবাসী তারা সংখ্যায় অতি নগণ্য ।আমার ক্ষুদ্র সময়ের অভিজ্ঞতা তাইই বলে ।ধন্যবাদ মন্তব্যের জন্য ।ভালো থাকবেন
২২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৮
দুঃখ বিলাস বলেছেন: চমৎকার একটা গল্প। বেশ ভাল লাগলো!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২০
সায়ান তানভি বলেছেন: ধন্যবাদ দুঃখ ভাই ,চমৎকার মন্তব্যের জন্য । শুভ কামনা
২৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বেশ সাবলীল বর্ণনা ভঙ্গি আপনার। অনেক শুভেচ্ছা রইলো।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২২
সায়ান তানভি বলেছেন: সাবলীলতার প্রতি আপনার আগ্রহ আমাকে আনন্দিত করেছে ।অনেক শুভেচ্ছা আপনার প্রতিও
২৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৫
রানার ব্লগ বলেছেন: ভালো লাগা রেখে গেলাম !!!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৪
সায়ান তানভি বলেছেন: ভালো লাগা মেখে নিলাম পুরো অস্তিত্ব জুড়ে ।ধন্যবাদ রানা ভাই ।ভালো থাকুন
২৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৮
জেন রসি বলেছেন: গল্পটি মনে হয় আগেও পড়েছি আপনার ব্লগে। নতুন করে দিলেন কি? যাইহোক আপনার লেখায় একটা সাবলীল গতি আছে এবং স্পষ্টতা আছে। একটানে পড়ে ফেলা যায়। চমৎকার গল্প।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৯
সায়ান তানভি বলেছেন: জি প্রথমবার মডুদের জন্য দিয়েছিলাম , পরে যখন সেফ ঘোষিত হলাম ,তার কয়েকদিন পর সরিয়ে ফেলি ,এর মধ্যে আপনার চোখে পড়েছিল হয়তো ।যাইহোক যাতে সবাই পড়তে পারে তাই আবার দিলাম ।আপনার অকাতর অকৃপণ ভালো লাগার প্রকাশ আমাকে কৃতজ্ঞ করলো ।অনেক ধন্যবাদ রসি ভাই ।ভালো থাকবেন
২৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৯
প্রামানিক বলেছেন: অসাধারণ। ভালো লাগছে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩০
সায়ান তানভি বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই ,আপনার মতো সিনিয়র অভিজ্ঞ ব্লগারের মন্তব্য পাওয়া আশীর্বাদ স্বরূপ ।অনেক ধন্যবাদ আপনাকে
২৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১২
আম আদমি বলেছেন: শেষ পর্যন্ত যেন মুহুর্তেই পড়ে ফেললাম। অসাধারণ। চালিয়ে যান।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩২
সায়ান তানভি বলেছেন: ধন্যবাদ আম আদমি ভাই ,আপনার ভালো লেগেছে যেন খুশি হলাম ।আপনার উৎসাহ আমাকে অনুপ্রাণিত করবে ।শুভ কামনা
২৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:০৭
পুলহ বলেছেন: গল্পের প্লট নিঃসন্দেহে অন্যরকম, আর সে কারণেই আকর্ষণীয় ...
তবে মনে হোল হঠাতই যেঁ শেষ হয়ে গিয়েছে, ছোটগল্প বলেই হয়তোবা...
শুভকামনা রইলো আপনার জন্য
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৪
সায়ান তানভি বলেছেন: ধন্যবাদ পুলহ ,আপনার চমৎকার মন্তব্যের জন্য ।ভালো থাকুন
২৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাইয়া, আপনার গল্পটা আজ আবার পড়লমা। কেমন যেন অনুবাদ অনুবাদ মনে হলো। এমন ধরনের ঘটনা কি বাংলাদেশেও ঘটে আজকাল।
প্রসঙ্গতঃ আমি বলি- লেখক কল্পনায় গল্প লিখলেও তাতে বাস্তবতা কিন্তু ফুটে ওঠে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৮
সায়ান তানভি বলেছেন: আবার পড়ার জন্য ধন্যবাদ ।আমার লেখার স্টাইলই এমন ,আমি দেশি স্টাইল পছন্দ করি না একদমই ,দেশি লেখকদের লেখা পড়তেও ভালো লাগে না , মানিক - বিভূতিদের ছাড়া ।'লেখক কল্পনায় গল্প লিখলেও তাতে বাস্তবতা কিন্তু ফুটে ওঠে ' এটা অনেকটাই ঠিক আছে ।সাহিত্য মূলত বাস্তবতা আর কল্পনার মিশেল ।ধন্যবাদ মন্তব্যের জন্য । শুভ কামনা
৩০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: আশা করি নিয়মিত লিখবেন।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০২
সায়ান তানভি বলেছেন: ধন্যবাদ প্রোফেসর ,আসলে লিখতে চাইলেও আমি পারি না যখন তখন লিখতে ,আমার এখনকার প্রার্থনা যেন প্রতি মাসে একদিন অন্তত লিখতে পারি । প্রতিটা লেখার পরই মনে হয় আর বোধহয় লিখতে পারবো না ,এটাই শেষ ।এটা খুব যন্ত্রণাদায়ক ।আমিতো লিখতেই চাই ,এর চেয়ে আনন্দের কিছু নাই ।আপনার মন্তব্য আমার জন্য অনেক অনুপ্রেরণার ।শুভ কামনা থাকলো
৩১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
বনমহুয়া বলেছেন: আপনার এই লেখাটি আগেও পড়েছিলাম। পরে সম্ভবত আমি সরিয়ে ফেলেছিলেন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
সায়ান তানভি বলেছেন: অনেক ধন্যবাদ মহুয়া আপু আরেকবার পড়ার জন্য। অনেক শুভ কামনা থাকলো।
৩২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
জ্যোস্নার ফুল বলেছেন: ভালো ই লাগল, সবচেয়ে ভালো লেগেছে প্রথম লাইন টিই পাঠক আকর্ষনের জন্য যথেষ্ট।
আপনাদের গল্প পড়ে আমার লিখার ইচ্ছে হচ্ছে, যখন লিখব তখন পড়বেন এবং সমালোচনা করবেন কেমন।
এখনও লিখিনি কিন্তু
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২০
সায়ান তানভি বলেছেন: হা পড়ছেন এটা ঠিক আছে ,তবে আমাদের লেখা পড়ার চেয়ে আমার মনে হয় সবচেয়ে কাজে দেবে বাংলা সাহিত্যের ক্লাসিকগুলো পড়ে ফেলা ,সাথে সাথে বিশ্ব সাহিত্যের অবশ্য পাঠ্য কাজগুলো ।পড়ুন ,দেখুন ,অনুভব করুন ,আশা করি অনেক ভালো লিখতে পারবেন
।আরেকটা ব্যাপার ,আপনাকে অসন্তুষ্ট থাকতে হবে চারপাশ নিয়ে
,তবেই মহৎ কিছু সৃষ্টি হতে পারে ,মারিও বার্গাস এর কথা এটা
।ধন্যবাদ মন্তব্যের জন্য ।লিখুন ।অবশ্যই পরবো ।শুভ কামনা ।
৩৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ১১:২৯
প্রামানিক বলেছেন: আপনার গল্প ভাল লাগে। নতুন গল্প কই?
০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১২:১৫
সায়ান তানভি বলেছেন: আপনার ভালো লাগে জেনে খুশি হলাম ।গল্প লিখতে আমারও ভালো লাগে অনেক ,অথচ বেশি লিখতে পারি না ।নতুন কিছু লিখতে পারলেই পোস্ট করবো ।অনেক ধন্যবাদ আপনাকে ।ভালো থাকুন
৩৪| ১১ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১০
রুদ্র জাহেদ বলেছেন: প্লট একদম ভিন্ন ধাঁচের।এরকমটা এখন বাস্তবেও অবশ্য ঘটে বলে মনে হয়,কম তত বেশি নয়।সাবলীল বর্ণনা,ভালো লেগেছে খুব
১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
সায়ান তানভি বলেছেন: হু ঠিকই বলেছেন ,তবে আমি বাস্তব আর অবাস্তব ভেবে লিখি না ,কিন্তু কিভাবে যেন বাস্তব আর কল্পনার একটা মিশেল তৈরি হয়ে যায় ।আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ জাহেদ ভাই ,ভালো থাকবেন
৩৫| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫২
রিপি বলেছেন: বাস্তবের তো এমনি হচ্ছে আজকাল। আমার অনেক ভালো লেগেছে। অনেক চমৎকার লেখেন আপনি।
১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৬
সায়ান তানভি বলেছেন: ধন্যবাদ রিপি ,আপনার মন্তব্য আমাকে উৎসাহিত করবে আরও ভালো লেখার ।শুভ কামনা
৩৬| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:০৯
ভবোঘুরে বাউল বলেছেন: লেখার প্রেক্ষাপট, শব্দ বুনন সবকিছু মিলিয়ে চমৎকার লেগেছে।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৯
সায়ান তানভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভবোঘুরে বাউল চমৎকার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন
৩৭| ২৬ শে জুন, ২০১৬ রাত ৮:৫১
পার্থ তালুকদার বলেছেন: সুন্দর গল্প।
২৮ শে জুন, ২০১৬ বিকাল ৫:২৯
সায়ান তানভি বলেছেন: ধন্যবাদ, পার্থ তালুকদার।
৩৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪০
হাতুড়ে লেখক বলেছেন: মোটামুটি লাগলো। তবে আপনার লেখার ভক্ত একজন বাড়লো। শুভ কামনা।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৫
সায়ান তানভি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৭
সুমন কর বলেছেন: ভিন্ন প্লট। বর্ণনা ভালো হয়েছে। +।
*লেখাতে প্যারা হিসেবে একটি গ্যাপ দিলে পড়তে ভালো হয়।