নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্প লিখি মাঝে মধ্যে

সায়ান তানভি

গল্প লিখি মাঝে মধ্যে।

সায়ান তানভি › বিস্তারিত পোস্টঃ

\'ফসিল\' আমার প্রথম গল্পগ্রন্থ

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪


আমার প্রথম বই 'ফসিল'। ১৪ টি গল্পের একটি সংকলন।
গল্প এমন একটা ব্যাপার, আপনি ছটফট করবেন যতক্ষণ না এটা মাথা থেকে অপসারণ করছেন আর গল্প আকারে দৃশ্যমান হচ্ছে। লিখতে পারার মতো সুখের কিছু নেই, আমি লিখতে চাই কারন এটা আমাকে প্রশান্তি দেয়, অনুপম আর মোলায়েম একটা অনুভূতি। একসময় মনের আনন্দে লিখতাম, নিজেই পড়তাম। এরপর ফেসবুক বা ব্লগে যখন দু'একজনকে দেখলাম আমার লেখা পড়ছে, ভালোলাগা জানাচ্ছে, বিষয়টা আর একান্তই আমার থাকলো না। আরো বেশি সতর্ক আর দায়িত্ববান করলো আমাকে। যত্নবান হতে শেখালো। আমি আরো পরিশ্রমী হওয়ার চেষ্টা করলাম, গল্প নিয়ে ভাবতে লাগলাম দিনের পর দিন, সবচেয়ে আকর্ষণীয় আর যথাযথ শব্দটা খুঁজতে লাগলাম ঘণ্টার পর ঘণ্টা, বাক্যগুলো ভাঙলাম বারবার গদ্যকে অভিনব আর সুপাঠ্য করতে। লেখালিখি কোন সহজ বিষয় নয়, বহু বিষয় করায়ত্ত করতে হয়, যেগুলো সময়সাপেক্ষ-কষ্টসাধ্য, সাথে বুদ্ধিমত্তা, চিন্তা বা রসবোধের ব্যাপারতো আছেই। আমার সব ক্ষেত্রেই বহু সীমাবদ্ধতা আছে। তবু লিখে গেছি একটা তাড়না থেকে, যেটা আমাকে বাধ্য করেছে লিখতে। আর আমার লেখা নিয়ে অন্যদের আগ্রহ বা উৎসাহ সাহস জুগিয়েছে প্রতিনিয়ত। যার ফলশ্রুতিতে বই বের করার স্পর্ধা। যারা আমার দু একটা লেখা পড়েছেন, অল্প বিস্তর ধারণা হয়তো আছে আমার লেখা সম্পর্কে, আর যারা পড়েন নি, তাদেরকে বলবো, আমার প্রথম গল্পগ্রন্থ 'ফসিল' কিনুন, আশা করি আপনি নিরাশ হবেন না।
গল্পগুলোর পেছনে যে শ্রম, সময়, মেধা ব্যয় করেছি, তা বিচারের ভার এখন আপনাদের উপর। আপনাদের ভাল লাগলেই আমি স্বার্থক। ফসিল সংগ্রহ করুন, অন্যদেরও জানান ফসিল সম্পর্কে। ধন্যবাদ।

কৃতজ্ঞতা প্রকাশ করছি সামু ব্লগের প্রতি, আমার লেখালিখির একটা গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে রয়েছে এই ব্লগ। এখানে এসে এমন সব লেখক আর পাঠকের সান্নিধ্য পেয়েছি, যাদের সমর্থন-অনুপ্রেরণা নিজের প্রতি আস্থা আর বিশ্বাস তৈরিতে সাহায্য করেছে। এটা আসলে বলে বোঝানো যাবে না, এই ব্লগ আমাকে কতোটা মানসিক শক্তি জুগিয়েছে। সবার প্রতি আরো একবার কৃতজ্ঞতা ও ভালোবাসা।

বই- ফসিল (গল্পগ্রন্থ)
লেখক- সায়ান তানভি
সিঁড়ি প্রকাশন
স্টল নম্বর ৩৩৩
প্রচ্ছদ- নির্ঝর নৈঃশব্দ্য
ঘরে বসে সংগ্রহ করুন রকমারি ডট কমের মাধ্যমে।

মন্তব্য ৫২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৪

ভ্রমরের ডানা বলেছেন:


গল্পের বইটির জন্য অসম্ভব ভালবাসা রইল। সংগ্রহ করার চেষ্টা থাকবে। আপনার লেখার যাত্রাপথে অনেক শুভকামনা জানাই সায়ান ভাই! অনেক দূরে এভাবেই এগিয়ে যান!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১২

সায়ান তানভি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা আপনার প্রতিও :)

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন।

আপনার গল্পগুলোর প্লটগুলো কোন ধরণের বিষয়ের উপর গড়েছেন?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৯

সায়ান তানভি বলেছেন: গাজী ভাই আপনাকে ধন্যবাদ আগ্রহের জন্য, বইটাতে ১৪ টা ভিন্ন রকম গল্প আছে, সব বলতে গেলে বিরক্তিকর হয়ে যাবে। আমি আসলে নতুন পাঠকদের বলি আমার ব্লগ বা ফেসবুকে থাকা পুরনো দু একটা লেখা পড়ে দেখতে। সেক্ষেত্রে সহজেই আমার লেখনী সম্পর্কে যে কেউ একটা ধারণা পেয়ে যায়, ভালো বা মন্দ। ধন্যবাদ ভাই :)

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১২

খায়রুল আহসান বলেছেন: অত্যন্ত সুলিখিত এ ছোট্ট পোস্টটি। + +
নিঃসন্দেহে এটা পাঠককে আপনার বইটি সংগ্রহ করে পড়ার প্রেরণা যোগাবে।
প্রথম বই প্রকাশে অভিনন্দন এবং শুভকামনা...

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৩

সায়ান তানভি বলেছেন: ধন্যবাদ আহসান ভাই, আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম, ভালো থাকবেন :)

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২২

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ ভাই।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩০

সায়ান তানভি বলেছেন: :) :) :)

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪০

গেম চেঞ্জার বলেছেন: আপনার বইটা কিনব ভাবছি। আরো কিছু বই প্রকাশের অপেক্ষায় আছে। সেগুলো বের হলে এরপর মেলায় যাব। :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৮

সায়ান তানভি বলেছেন: গেমু ভাই ফেবুতে জানায়েন কবে যাচ্ছেন, দেখা হলে খুশি হবো :)

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৮

শায়মা বলেছেন: আমিও ভাইয়া!!!!!

মানে সবার আগে তোমার বই!!!!!!!

গেমুও কিনবে সবার আগে!!!!!!!!!!

:) :) :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০০

সায়ান তানভি বলেছেন: :) :) :) আপু আপনার বইয়ের অপেক্ষায় আছি।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৪

উম্মে সায়মা বলেছেন: অভিনন্দন...

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০০

সায়ান তানভি বলেছেন: অনেক ধন্যবাদ :)

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৫

পুলহ বলেছেন: আল্লাহ চাইলে আপনার বইটা কিনার ইচ্ছা আছে।
এবং অবশ্যই শুভকামনা আপনার জন্য

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০১

সায়ান তানভি বলেছেন: অনেক ধন্যবাদ পুলহ, শুভকামনা আপনার প্রতিও :)

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৬

নান্দনিক নন্দিনী বলেছেন: অভিনন্দন সায়ান তানভি !!!
বইটা সংগ্রহের তালিকায় রাখলাম :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৩

সায়ান তানভি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, আমি আপনার রিভিউর ভক্ত, একটা রিভিউ কি দাবী করা যায় নান্দনিক নন্দিনী :)

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৫

বিলিয়ার রহমান বলেছেন: সায়ান তানভি

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো!:)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

সায়ান তানভি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বিলিয়ার ভাই :)

১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৮

অলওয়েজ ড্রিম বলেছেন: শুভ কামনা নতুন জনকের জন্য।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

সায়ান তানভি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই :)

১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০২

ডার্ক ম্যান বলেছেন: শুভ কামনা। গল্পগুলি কি সামুতে আগে পোস্ট করেছিলেন?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪১

সায়ান তানভি বলেছেন: জি কিছু গল্প ব্লগে পোস্ট করেছিলাম বইয়ের। ধন্যবাদ :)

১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: প্রথম গল্পগ্রন্থ হিসেবে স্বাগতম।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৪

সায়ান তানভি বলেছেন: ধন্যবাদ ভাই :)

১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

ক্যাপ্টেন আহাব বলেছেন: অনেক অনেক অভিনন্দন আপনাকে। এই দেশে নতুনকে উদ্ভাসিত না দেওয়ার আপ্রান চেষ্টা চলে, সেই দেশের সাহসী সৈনিক আপনি। আপনার গল্প ভালো না মন্দ- সেই বিচারে যাওয়া কারো ঠিক নয়। লেখার উৎসাহ দানই আমাদের সবার পবিত্র কর্তব্য।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৯

সায়ান তানভি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১১

এডওয়ার্ড মায়া বলেছেন: আরো একবার অভিনন্দন সায়ান ভাই ।
বইটির সাফল্য কামনা করছি ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪০

সায়ান তানভি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ মায়া :-) শুভকামনা।

১৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৮

সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪১

সায়ান তানভি বলেছেন: অনেক ধন্যবাদ সুমন ভাই :)

১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৪

আলভী রহমান শোভন বলেছেন: অনেক অনেক শুভ কামনা রইলো, ভাইয়া। :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪২

সায়ান তানভি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

১৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৯

জেন রসি বলেছেন: অভিনন্দন। শুভকামনা রইলো। :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৩

সায়ান তানভি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই :)

১৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২১

মারুফ তারেক বলেছেন: শুভকামনা জানবেন,
ভালোবাসা রইল।

দেখি আবার একদিন বইমেলাতে যাবো ভাবছি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

সায়ান তানভি বলেছেন: ধন্যবাদ মারুফ, শুভকামনা আপনার প্রতিও :)

২০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:১৬

অতঃপর হৃদয় বলেছেন: ফসিলের জন্য শুভ কামনা রইল। মেলায় গেলে সংগ্রহ করব।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

সায়ান তানভি বলেছেন: ধন্যবাদ ভাইয়া, দেখা হবে :)

২১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

আনোয়ার হুসাইন খান বলেছেন: সংগ্রহ করব ইনশা আল্লাহ, সফল হোন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৪

সায়ান তানভি বলেছেন: ধন্যবাদ ভাই , শুভকামনা :)

২২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:৪১

আহমাদ মুহাইমিন বলেছেন: শুভকামনা! লেখক হিসেবে এগিয়ে যান অনেক অনেক দূর।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫২

সায়ান তানভি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :)

২৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:৪২

আহমাদ মুহাইমিন বলেছেন: বইয়ের নাম কেন "ফসিল" রাখা হয়েছে জানাবেন আশা কর...।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৪

সায়ান তানভি বলেছেন: বইতে একটা গল্প আছে ফসিল নামে, আসলে এটা রূপক অর্থে।

২৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০১

জেন রসি বলেছেন: আজ বইমেলায় গিয়েছিলাম। আসার সময় সাথে করে ফসিল নিয়ে এসেছি। :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫১

সায়ান তানভি বলেছেন: অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতা ভাই :)

২৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৪

ৎৎৎঘূৎৎ বলেছেন: অর্ডার করলাম মাত্র। বন্ধুর জন্যে। ৭ ই মার্চ তার জন্মদিন। এর মধ্যে আমার কয়েকবার পড়া হয়ে যাবে আশা রাখি ।

১২ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

সায়ান তানভি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, বইটা ভালো লাগলে প্রীত বোধ করবো :)

২৬| ২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৩

রিফাত হোসেন বলেছেন: আমার সাই ফাই ভাল লাগে। :) যদি লেখেন তবে চান্স নিতাম পড়ার, তবুও অভিনন্দন।

২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৮

সায়ান তানভি বলেছেন: জি ধন্যবাদ মন্তব্যের জন্য। আমি যদিও সাইফাই লিখি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.