![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চরমোনাই পীর সাহেব লিখেছেনঃ “হযরত থানবী লিখিয়াছেন, জনৈক দরবেশ সাহেবের মৃত্যুর পর এক কাফন চোর কবর খুড়িয়া (দরবেশের) কাফন খুলিতে লাগিল । দরবেশ সাহেব চোরের হাত ধরিয়া বসিলেন । তা দেখে চোর ভয়ের চোটে চিৎকার মারিয়া বেহুঁশ হইয়া মরিয়া গেল । দরবেশ স্বপ্নযোগে তার এক খলীফাকে আদেশ করিলেন চোরকে তার পার্শ্বে দাফন করিতে । খলীফা এতে আপত্তি করিলে দরবেশ বলিলেনঃ কাফন চোরের হাত আমার হাতের সঙ্গে লাগিয়াছে, এখন কেয়ামত দিবসে ওকে ছাড়িয়া আমি কেমনে পুলছেরাত পার হইয়া যাইব?” (ভেদে মারেফতঃ ২৭-২৮ পৃঃ)
***তিনি আরো লিখেছেনঃ কেয়ামতের সেই মহাবিপদের সময় হক্কানী পীর সাহেবগণ আপন মুরীদগণকে হযরত নবী করীম (সঃ) এর কাছে পৌঁছাইয়া দিবেন । এবং হুজুরে আকরাম (সাঃ) তাহাদিগকে হাউজে কাউছারের পানি পান করাইবেন।” (আশেক মাশুক পৃঃ ৬৬)
তিনি আরো লিখেছেনঃ “এরূপভাবে পরকালেও তাঁহাদের (ওলীদের) ক্ষমতার সীমা থাকিবে না। হাশরের মাঠে একজন আওলিয়ায়ে কেরামের উছিলায় হুজুর ছাল্লাল্লাহু আলাইহে ওয়া ছাল্লামের হাজার গুনাহগার উম্মতকে আল্লাহ্ পাক মাফ করিয়া দিবেন।” (আশেক মাশুক পৃঃ ৮১)
বান্দা অসংখ্য গুণাহ করার ফলে আল্লাহ্পাক তাহাকে কবুল করিতে চান না । পীর সাহেব আল্লাহ্ পাকের দরবারে অুননয় বিনয় করিয়া ঐ বান্দার জন্য দুআ করিবেন, যাহাতে তিনি তাহাকে কবুল করিয়া নেন ।” (ভেদে মারেফতঃ ৩৪ পৃঃ)
* * পীর সাহেবের মুরীদ'রা দয়া করে একটু বলবেন কি !আপনাদের পীর সাহেব, এই কথা কোথা হতে নিয়েছেন যে, " বান্দা অনেক গুনাহ করার ফলে আল্লাহ তার তাওবা কবুল করিতে চান নাহ ! " এটা কি কোনো কোরানের আয়াতে অথবা কোনো সাহীহ হাদিছে আছে ? নাহ ! নেই, কারন ****আল্লাহ্পাক কোরানে কারীমে বলেন," কুল ইয়া ইবাদি আল্লাজীনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিররাহমাতিল্লাহ, ইনাল্লাহা ইয়াগফিরু জুনুবান জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম " -- বলে দিন, (হে নাবী) যারা তোমরা নিজেদের উপর জুলুম করেছো, গুনাহ করেছো, তোমরা আল্লাহর রাহমত হতে নিরাশ হয়ো নাহ! নিশ্চ'ই আল্লাহ তোমাদের জমাকৃত গুনাহ সমূহ মাফ করে দিবেন, তিনি-ই তো গুনাহ মাফকারি।
তো, পীর ছাহেব! মানুষ কে ডর-ভয় দেখিয়ে আপনার দল ভারী করতে কি অন্য কিছু বেছে নিলে হতোনা ! কোরান- সুন্নাহ'র শিক্ষা থেকে মানুষকে বিমুখ করা কেন!!
২| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪২
গেম চেঞ্জার বলেছেন: অকাট্য যুক্তি........
২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৭
মোহা: আবু সাঈদ হাওলাদার বলেছেন: ধন্যবাদ
৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১৫
মোহা: আবু সাঈদ হাওলাদার বলেছেন: এই হল আমাদের দেশের হকের একমাত্র ডিলারের আকিদা
৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২৭
মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন: ঐ ব্যাটা চর্মনাই পীর সম্পর্কে কিছু বললে জ্বলে যাবি
৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৩৮
কালের সময় বলেছেন:
২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৬
মোহা: আবু সাঈদ হাওলাদার বলেছেন: তুই ধ্বংস হবি ; ছাড়খার হয়ে যাবি @মাহমুদ আহমাদিনেজাদ
৬| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৪৪
হোসেন মালিক বলেছেন: চরমনাই পীরের মায়েরে বাপ
৭| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৪৮
হারিয়ে যেতে নেই মানা বলেছেন:
৮| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৪৯
হারিয়ে যেতে নেই মানা বলেছেন: ভন্ডমোনাই চর্ম নাই
৯| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১১
ফারাও হাছিনা বলেছেন: তুমি আমার ...... ভাই
২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৯
মোহা: আবু সাঈদ হাওলাদার বলেছেন: ?
১০| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪২
ইমরান আশফাক বলেছেন: পীরগিরি একটা লাভজনক ব্যবসা, এটার জন্যে কোন প্রকার কর দেয়া লাগে না।
২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৭
মোহা: আবু সাঈদ হাওলাদার বলেছেন: ঠিক বলেছেন । চলেন শুরু করা যাক!
১১| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৫
ফারাও হাছিনা বলেছেন: আসেন ব্যাবসা শুরু করি
২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২০
মোহা: আবু সাঈদ হাওলাদার বলেছেন: নো বিজনেস উইথ হাছিনা
১২| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০১
সত্যের পথে আরিফ বলেছেন: লেখকের ছনুর আগা কাটা আগে আছেকিনা সেই থিউরী দেইখা বুইজা নিতে হবে আগে মুসলমান কিনা! যাই হউক সেটা উনার ধর্মিয় ব্যাপার। কারো ধর্মিয় ব্যাপারে কলম গলানোর অধিকার আমার নাই সে চনু কাটা মুসলমান হউক আর ক্লিনসেভ মাইয়ামরদ হউক। যুক্তির প্যাচ যুক্তি দিয়েই কাটতে হবে এবং তা অবশ্য সত্য দিয়ে, দলকানা বা ব্যাক্তিপূজারী মনভাব নিয়ে না।
লেখক শুরুতে লিখেছেন:- চরমোনাই পীর সাহেব লিখেছেনঃ “হযরত থানবী লিখিয়াছেন, জনৈক দরবেশ সাহেবের মৃত্যুর পর...........।
তার মানে ক্লিয়ার লেখাটা চরমোনাই পীরের না। আর হযরত আশরাফ আলী থানবী র: এই উপমহাদেশের একজন মহান ইসলামিক ব্যাক্তিত্য ছিলেন তা মুসলমানরা জানে। যাকে হাকিমুল উম্মাত বলা হতো। যার কিতাব পড়ানো হয় মাদ্রাসায় মাদ্রাসায়, যার অনুবাদ কোরয়ান (হিন্দি/উর্দু/বাংলা বিনা সংকোচে আজ মুসলমানদের ঘরে ঘরে, বাংলার মসজিদে মসজিদে প্রতি শুক্রবারে পড়া হয় যার লেখা খুতবা। সেই হযরত থানবী র: এর লেখা মরহুম পীর সাহেব চরমোনাই র: বরাত দিয়ে লিখেছেন ভেদে মারেপাত বইয়ে। আমি নিজে সেটা পড়েছি। আমি নিজেও জেনারেল শিক্ষিত, রেফারেন্স ছাড়া ছাড়িনা(জাকিরি মাজহাবের লোকদের মত)
ঐ বইতে উনি টিকা দিয়ে দিয়ে উম্মাতকে সাবধান করে দিয়েছেন যারা নতুন যমানার উম্মাত তারা সহযে এসব সুফিজম এর ব্যাখ্যা বুজবেনা তারা যেন এসব হাস্যরসের বিষয় ভেবে উড়িয়ে না দেয় আবার প্রাকটিস ও না করে। সেগুলু লেখক দেখেনাই?
প্রতি বছর জানু/ফেব্রুয়ারীর দিকে চরমোনাইতে বাৎছরিক একটা মাহফীল হয়। ওখানে ঘুরে আসার দাওয়াত রইলো। ইনশাআল্লাহ কোরয়ান ও সুন্নাহর বরখেলাফ কিছু দেখাতে পারবেন না।
১৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১১
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সেই ধর্ম নামের মুলা !!!!!
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৬
আরণ্যক রাখাল বলেছেন: প্রত্যেকটার পুটুতে আগুন দিতে হবে