নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ বাংলাদেশ আমার! এদেশের প্রতি কোন শকুন দৃষ্টি দিলে শকুন চোখ উপড়ে ফেলবো।

মোহা: আবু সাঈদ হাওলাদার

মোহা: আবু সাঈদ হাওলাদার › বিস্তারিত পোস্টঃ

পাব্লিক রিএ্যাকশন প্রেক্ষিত ফেইসবুক বন্ধ করায় কেউ বিরক্ত হয় নাই।

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৩

আমাদের মাননীয়া মন্ত্রী মহাশয়া আবেগে আপ্লুত হয়ে বলেছেন ফেইসবুক বন্ধ হওয়ায় কেউ বিরক্ত হয় নি। এ ব্যাপারে একজন ফেইসবুকারের মন্তব্য দেখা যাক..
মশার সাথে রাগহয়ে মশারী পুড়িয়ে ফেলুন!
মাথাব্যথা থেকে বাঁচতে মাথাটা কেটে ফেলুন!
সত্যের মুখোমুখি হতে ভয় পেলে মিথ্যার আশ্রয় নিন!
বউকে শাস্তি দিতে কন্যাকে পিটনী দিন!
কারো সাথে যুক্তিতে না পারলে তার জিহবা কেটে দিন অথবা আদর্শের সংগ্রামে হেরে গেলে ফাঁসিতে ঝুলিয়ে দিন।
(মোড়ালঃ বিরোধীতা ঠেকাতে সামাজিক যোগাযোগব্যবস্থা বন্ধ)
এ তো গেলো বন্ধ করার ব্যাপার! ফেবু খোলা নিয়ে উনি বলেছেন সময় মত খোলা হবে। এ ব্যাপারে সামান্য লজ্জার কারনে বলতে পারলাম না কে কি খোলার কথা বলেছে!! পাঠক নিজ দায়িত্বে বুঝে নিন!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৩

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: খুবই হাস্যকর ব্যপার ।

২| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৫

রাশেদ মহাচিন্তিত বলেছেন: মজার ব্যপার হল, এটা নিয়ে দেশে ঐক্যমত নেই| রাজনীতি এখানেও আছে| সচেতনতা নেই|

৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৬

জনতার রায় বলেছেন: এই সরকারের কোন কাজেই কেউ বিরক্ত না, হইলে খবর আছে!

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৯

মোহা: আবু সাঈদ হাওলাদার বলেছেন: কোন বিরক্তির ঘটনা ঘটে নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.