| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপন্যাসের ছেঁড়া পাতা
দিন কেটে যায় রাতের মায়ায় সুখ ঢেকে যায় দুঃখ ছায়ায়, জীবন পাতার টুকরো স্বৃতি হাতড়ে গুমরে মরি কেউ দেখেনা কান্না আমার কোথা তাহার বিস্তৃতি।।
কিছু মানুষ অপরকে দুঃখ দেয়ার মাধ্যমে নিজের সুখ খোঁজে। আর কিছু মানুষ দুঃখের মোহর নিয়ে অপরের মাঝে সুখ বিতরন করে।
©somewhere in net ltd.