নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমুদ্য

ফিরোজ

ফিরোজ › বিস্তারিত পোস্টঃ

'প' কথন ঃ প্রেমের অস্থিরতা - অস্থির প্রেম

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২৩

ভালোলাগা , না ভালোবাসা ? অথবা এর কোনটায় আদৌ হয় কিনা ? কিবা যদি থেকেও থাকে – তাহলে সেটা কি ? যেটা আছে – সেটা কি আদৌ কোনও কিছু ?

এত্তসব প্রশ্নের ভিড়ে নিজেকেই যেন আকিফ খুঁজে ফিরছে । এসব এর উত্তর দিতে আদৌ সে সক্ষম কিনা ? নিজের সক্ষমতা, নিজের অক্ষমতা কিংবা সক্ষমতা থাকলে ও সিদ্ধান্তহীনতা যেন আকিফ এর জীবন কে আরেক বড় প্রশ্ন এর সম্মুখীন করেছে । হয়ত এই প্রশ্ন এর উত্তর দিতে পারার ব্যর্থতায় - আকিফ এর অস্থিরতার জীবন ধ্বংসের মুখোমুখি আজ দাঁড়িয়ে ।

আজ চার চারটি বছর পার হয়ে গেছে । তবু ভালোবাসে কিনা , নাকি স্রেফ এ শুধুই ক্ষণিকের মোহ ছিল – তা বুঝতে পারে না আকিফ । আর যদি ক্ষণিকের মোহ হয়েও থাকে – তবে কেন চারটি বছর এও এ মোহ উবে যায় না ? – তা এ ছোট মস্তিষ্কে আজ ও উত্তর খুঁজে ফিরে । ভালবাসার মানুষ কে বলতে চেয়েছে বহুবার । তাই হাজারো প্রশ্ন এর সম্মুখীন ও হয়েছে হাজারো বার । তবে তাকে বলা হয়নি একটি বারের জন্যেও । কেন ? আজও এর উত্তর খুঁজে ফিরে আকিফ ।

- সে আমার সমবয়সী ।
- পারব তো - তাকে জীবন সঙ্গিনী করে নিতে ?
- কোন কারনে চলে গেলে আমি টিকতে পারব তো ?
- আমি কখনো তাকে হারাতে চায় না ।
- এতদিনে যা স্বপ্ন এঁকেছি তাকে নিয়ে , সেগুলো এক মুহূর্তেই মিশে যাবে ?
- আমি তো তাকে কখনো পেতে চায় নি । আমি শুধু চেয়েছি – তাকে আমার মতো করে ভালবাসতে । তবে কেন আজ এ আহাজারি ?
- আমি তাকে বললে – সে রাজি হবে তো ?
- আমি কি আসলেই চায় তাকে ?
- আমি যদি তাকে চেয়েই থাকি – তবে কেন সাড়া দেয় না ?


আকিফ জানে না এর মাহাত্ম্য কি কিংবা এ আদৌ সম্ভব কিনা , তবে এর অস্তিত্ব থাক আর নাই থাক – প্রত্যেক মানুষ তার ভালবাসার মানুষ টির সাথে যোগসূত্র অর্থাৎ কিছু মিল আছে কিনা কিংবা কি কি অমিল আছে –তা খুঁজে ফিরে । তবে মিলটায় খুঁজে বেশি । কিংবা কিছু অবাস্তব কল্পনায় নিজের মন কে আনন্দ দিতে চায় । যেমন - সে যদি কখনো ভেবে থাকে , আর সে সময়টায় যদি তাকে ভালবাসার মানুষটির কাছ থেকে ফোন করা হয় । এতে যেমন ভালোবাসা র মানুষ টির কাছে স্বর্গীয় প্রেমের সুবাস অনুভূত হতে পারে , আবার নরকের কণ্টক এর ব্যথাও অনুভূত হতে পারে যদি তা প্রণয়ে পরিণত না হয় । ভালবাসার মানুষটি এই অস্থিরতায় ভুগে – এখনো কেন সাড়া আসে না ? আমি কি তাকে ভালোবাসি না ? এই অবাস্তব চাওয়ায় জীবন যেন অস্থির হয়ে উঠে ।

আকিফ এত্তসব প্রশ্নের বেড়াজাল ছিঁড়ে জীবন কে রাঙানোর স্বপ্ন দেখতে পারছে না , যেন বেড়াজালের গুমোট আঁধারে আবদ্ধ সব ই । তাই আর ভালবাসার স্বপ্ন গুলো রঙিন হয়ে দেখা দেয় না ।তবু আশায় আকিফ , এই ভেবে যে - একদিন হয়ত কল্পনার ভালোবাসার মানুষটি বাস্তবে এসে জীবন কে রাঙিয়ে দিবে ।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.