![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..."১৪ ফেব্রুয়ারি ।
ইভেন্ট- 'ভালোবাসা দিবসে পুলিশি পাহারায় প্রকাশ্যে চুমু খাব ।'
শাম্মী হক আর অনন্য আজাদ ইভেন্টে আহ্বান করেছেন- স্ব স্ব প্রেমিক প্রেমিকাকে প্রকাশ্যে চুমু খাবার ।
যারা ইভেন্ট হোস্ট করেছেন তাদের কাছে আমার প্রশ্ন -
-'চুমু টা কি আপনাকে প্রকাশ্যেই খেতে হবে, নাইলে আপনার ভালোবাসা একেবারে গঙ্গায় ভেসে যাবে - তাই না ?'
-'প্রকাশ্যে চুমু খেলেই ভালোবাসা টং করে মিটারে পারদ ০ থেকে ১০০ তে উঠে যাবে ,তাই না ? তাও আবার ভালোবাসা দিবসে শুধু প্রকাশ্যে খেলে, তাই না ? '
(এতদিন প্রেম করেছেন,চুমুও করেছেন,চিপাচিপিও করেছেন,সেক্স ও করেছেন- সবই আড়ালে । ভালোবাসা ও বাড়ে নাই । সাধও মিটে নাই । কত বড় বেহায়া আপনি - সেটাও কেউ জানে নাই এখনও- তাই তো ? তার জন্যে এখন 'প্রকাশ্যে' চুমু খেতে হবে আপনাকে ? নাইলে আর ভালোবাসা টা আর টিকল না, তাই না ?)
এবার যারা এর বিরোধীতা করছেন তাদের উদ্দেশ্যে -
আপনাদের ঝামেলা যেটুকু সেটা "প্রকাশ্যে" ।
ভালোবাসা ও থাকবে, প্রেমিক প্রেমিকা ও হবে, চুমুও খাবে - এতক্ষন পর্যন্ত কারো কোনো ঝামেলা নেই । কিন্তু প্রকাশ্যে খাবে কেন ? - এতেই ঝামেলা ।
চুমু 'প্রকাশ্যে' খাবে কেন ? - এতেই একেবারে সংস্কৃতি আর টিকল না, ধর্ম আর থাকল না । সবকিছু শেষ হয়ে গেল - এমন একটা ভাব ।
বাঙালির যে সংস্কৃতি তাতে ১৪ ফেব্রুয়ারির ভালোবাসা দিবসের ব্যাপারটা নেই । আপনারা সেটাকে মেনে নিয়েছেন । বাঙালিপনা প্রেমের,ভালবাসার যে বহিঃপ্রকাশ ছিল, সেটা অনেক আগেই কবরে চলে গেছে । চুমুপ্রেম- আপনারা মেনে নিয়েছেন, মডার্ণ কিংবা আধুনিকতার দোহাই দিয়ে ।
তাইলে শুধু শুধু সংস্কৃতি কোমা তে চলে গেল - হা হুতাশ করে অন্যকে দুইটা গালি দিয়ে সংস্কৃতি উদ্ধার হয়ে যাবে, এও তো এখন আশা করা যায় না ।
আর ধর্ম ?
সে ভিন্ন ব্যাপার । কিছু মানবেন, আর কিছু মানবেন না । তারপর যখন ই কিছু দেখবেন, ধর্ম কে নিয়ে একেবারে সামনে চলে আসবেন । এ হয় না । ধর্ম যদি পুরোটা মানতে পারেন, তাইলে ধর্ম কে নিয়ে হাজির হওয়া ভালো । নাইলে ধর্মকে টেনে আনার দুঃসাহস না দেখানোই ভালো ।
এবার গঠনমূলক কথায় আসি । শুধু একে অপরের টা নিয়ে ফালাফালি করার কোনো মানে হয় না । আমার কথায় বলি - আমিও শুধু এই হাবিজাবি লিখেই শেষ করে দিচ্ছি । আমিও আর কিছু করছি না । সবার কথা আর কি বলব, নিজেই আকাম্মার ঢেঁকি ।
অনন্য আজাদের লাস্ট স্ট্যাটাসে ক্ষোভ এরকম -
'পর্ণোমুভি, হিন্দি-ইংরেজি মুভি দেখা , বাংলিশ ভাষায় কথা বলা , ধর্ষণ , আরবীয় পন্থায় মানুষ জবাই-সবকিছুতেই সংস্কৃতি ধ্বংস হয় না, শুধু প্রকাশ্য চুম্বনেই সংস্কৃতি ধ্বংস হয়ে গেল ?'
আপনার দেয়া উদাহরণের কোনটাকেই বাঙালি আদর করে ডাকে নাই । আবার যখন অনিচ্ছাতেই চলেও এসেছে, কিছু মানুষ এখনও বাঙালি সংস্কৃতি কে সেসব থেকে বাঁচানোর চেষ্টা করছে । কিন্তু আপনারা বাঙালির সংস্কৃতি র সাথে যায় না, এমন একটা অপসংস্কৃতি কে আনার চেষ্টা করছেন- সমস্যা সেখানেই ।
যাই হোক ইভেন্টগুলো হতে পারত -
- পর্ণোসাইটের বিরুদ্ধে ।
- হিন্দি- ইংরেজি চ্যানেলের অত্যধিক প্রচারণার বিরুদ্ধে ।
- বাংলিশ ভাষাভাষীদের বিরুদ্ধে ।
- ধর্ষণ এর বিরুদ্ধে ।
ইভেন্ট হতে পারত -
- অসুস্থ ভালোবাসাকে সুস্থ হওয়ার পথ দেখিয়ে ।
- অবৈধ প্রেমকে বৈধ প্রেম এ পরিণত করে ।
- প্রকাশ্যে প্রেমিক- প্রেমিকাকে একবার চুমু খাওয়ার বদলে,স্বামী-স্ত্রীর আজীবন গোপনে হাজারবার চুমু খাওয়ার উপায় করে দিয়ে ।
যাই হোক, আমরা বাঙালি । একটু টাল না থাকলে মানসম্মান আর থাকে না, তাই এত উদ্ভট চিন্তা নিয়া আমরা দিব্যি ঘুমায় আর যখন জেগে উঠি তখন আজাইরা কাজ করি ।"
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:০১
ফিরোজ বলেছেন: আমরা বাঙালিরা বুঝি ঠিকই কিন্তু বোনাস হিসেবে আরও অর্ধেক বেশি বুঝি কিন্তু পুরোটা বুঝি না, নাহয় অর্ধেক টা মাতব্বরি করে বুঝতে চায় না । যার কারণে সমস্যা ও বেশি আমাদের মাঝে ।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৪১
রক্তিম দিগন্ত বলেছেন: বাঙ্গালীর চিরদিনের সংস্কৃতি হল, অন্যে কী খারাপটা করছে - সেটাকে অনুকরণ করা এবং আরেকদলের গেল গেল রব পড়া।
আল্টিমেটলী কিন্তু তেমন কিছুই হয় না। কথার যুদ্ধেই থাকে। এখন অনলাইন তো - তাই সেগুলো পোষ্টাকারেই থাকে। ফলাফল কিন্তু শূন্যই।
আর প্রকাশ্যে চুমু তো আমার জানামতে পশ্চিমেও এতটা গ্রহণযোগ্য না। হয়তো প্রকাশ্যে চুমু খেলে কেউ সমালোচনা ততটা করে না - কিন্তু খুব যে ভাল ভাবে নেয় তাও না। তাহলে এইখানে আমাদের দেশে সেটা করার মানে আমি সত্যিকার অর্থেই বুঝি না।
আর ধর্ম তো কেউ মানেই না। সবাই ই ফতোয়া দেয় - কিন্তু কয়জন মানে সেটাতে সন্দেহই রয়েছে আমার।
প্রেম করুক! তাতে সমস্যা কারোরই নেই। অনুভূতির ব্যাপার - এটাতে জোরাজুরি বা সমালোচনার কিছু নেই। কিন্তু চুমু? সেইটা ধর্ম বা সংস্কৃতি কোনটাই সাপোর্ট করে না। হোক সেটা প্রকাশ্যে বা আড়ালে। বিয়ে করে যা খুশি করুক। বিয়ের আগে যেন সীমা লঙ্ঘন না করে।
এটা বুঝলেই তো কাজ হত।
কিন্তু হুজুগে বাঙ্গালী তা বুঝবে না।