নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমুদ্য

ফিরোজ

ফিরোজ › বিস্তারিত পোস্টঃ

প্রেয়সী সিগারেট ও প্রেম

০৫ ই মার্চ, ২০১৬ রাত ২:৫৪



-'গপ্প মেরো না !'
সে কি ! তোমাতে-আমাতে সখিত্ব কি ক'দিনের ?

-'একবারো তো আপন করে নিলে না ?'
তা বৈ কি ! তবে সেদিনের অধরাচুম্বন কি মিথ্যে ?
কত উৎকণ্ঠা সারা রাত্তির -
প্রথম ছোঁয়া ; মধুচন্দ্রিমায়,
কত যত্ন-আত্তিতে অধরসুধা ;
সে তুমি বুঝবে না !

-'এক গপ্প আর কতদিন, প্রিয় ?'
গপ্পটা বেশ পুরনো ;
কিন্তু অক্ষরতুলিকার নিত্য আঁচড়ে-
কালির ঝিম মাদকতায় -
আবেগ টা আজও যৌবন ।

কিংবা বহু বছরের পুরনো সুরা ।

পিয়া, বড্ড পিয়াসী আমি ।
বড্ড নেশা পিয়াসার ।

উন্মাদ আমি ;
একটিবার স্পর্শের প্রতীক্ষা -
মনঃপ্রাণ আলোড়িত সুরভি ।
মনপসন্দের স্বপ্নচারিতা আমি ।

স্মৃতিপট .।
অনুভূত যন্ত্রণা, স্মিত মুখখানা ;
মধুর স্মৃতিভ্রম ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৩:৪৯

মহা সমন্বয় বলেছেন: উন্মাদ আমি ;
একটিবার স্পর্শের প্রতীক্ষা -
মনঃপ্রাণ আলোড়িত সুরভি ।
মনপসন্দের স্বপ্নচারিতা আমি ।

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০১

ফিরোজ বলেছেন: ধন্যযোগ আপনাকে :)

২| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৯

দিগন্ত জর্জ বলেছেন: একবারো তো আপন করে নিলে না ?'
তা বৈ কি ! তবে সেদিনের অধরাচুম্বন কি মিথ্যে ?

ভাল লাগলো।

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০২

ফিরোজ বলেছেন: আপনার এই ভালো লাগাই আমার আনন্দের উৎস । :)

৩| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

আপনার শব্দপ্রয়োগ দারুণ। থিমটা জমাট না। ভালো একটা চিন্তাকে কবিতা করুন। দারুণ কিছু হবে।

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৭

ফিরোজ বলেছেন: ধন্যযোগ আপনাকে, আপনার উপদেশের জন্য । উপদেশটা মনে থাকবে আমার । :)

৪| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫১

বিজন রয় বলেছেন: অসাম লেখা।
শব্দের দারুন খেলা।
+++++

২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

ফিরোজ বলেছেন: ধন্যযোগ আপনাকে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.