নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমুদ্য

ফিরোজ

ফিরোজ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ ক্রিকেট টিম : শুধু কি আবেগ টাই ? আর আবেগের প্রতি বিশ্বাস টা . !

২৪ শে মার্চ, ২০১৬ রাত ২:১৬

..."তাদের কাছে এর চেয়ে বেশি প্রত্যাশার আর কিছু নেই । তারা যা দিবে, সেটাই বেস্ট, বেস্ট অব দি বেস্ট ।
কারণ ক্রিকেটে তারাই ১৬ কোটি মানুষের মাঝে সেরা ।

ক্রিকেটে তারাই প্রতিনিধিত্ব করার অধিকার রাখে একটা লাল-সবুজ পতাকার ।
ক্রিকেটে তারাই প্রতিনিধিত্ব করার অধিকার রাখে 'বাংলাদেশ' নামক একটা মানচিত্রের ।
ক্রিকেটে তারাই প্রতিনিধিত্ব করার অধিকার রাখে এ দেশের ১৬ কোটি মানুষের ।

তাদের চেয়ে যোগ্য আর কেউ নেই ।

কিন্তু তার মানে এই না, আমরা ইচ্ছেমত খেলে আসব ।
হয়তো আমরা এখনও ক্রিকেটে কচি খোকা । এখনও অনেক কিছুর শেখা বাকি । কিন্তু তাই বলে এমন ছোট ছোট ভুল করে শিখতে হবে !
এটা আমরা কেউ আশা করি না ।

তারা কি জানে না, তারা মাঠে নামলে কত কোটি চোখ কতটা আবেগ নিয়ে তাদের পানে চেয়ে থাকে ...!
হয়তোবা তারা জানে, কিন্তু নিজের পুরোটুকু দিতে পারে না ।
হয়তোবা আমাদের হাসিটা আরও চওড়া করতে চাই, কিন্তু শেষটায় আর পারে না ।

সমস্যা নেই, তোমাদের যতদিন সময় চাও, ততদিন সময় নিয়ে শিখে আসো ।
আমরা তোমাদের জন্য অপেক্ষা করবো ।
তবু এমন ভাবে হেরে যাওয়া !
এমনভাবে কোটি মানুষের আবেগের মূল্যটা দেয়া !

আমরা চাই না ।

আমরা শুধু চাই - ম্যাচের শেষের দিকে চোখের কোণে জমে যাওয়া অশ্রুটা র সাথে ছোট্ট করে হাসি ।
এর চেয়ে আর এক বিন্দুও বেশি আমরা চাই না- আমাদের শুধু তোমরা এতটুকু বিশ্বাস করো ।"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.