নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমুদ্য

ফিরোজ

ফিরোজ › বিস্তারিত পোস্টঃ

প্রেম প্রহেলিকা

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৪



শ্রান্ত গোধূলির আঁধার ।
যৌবন রাত্রি,
এবং আরেক জীবনের মৃত্যুর অপেক্ষা ।

লাইট অফ ।
নিভু নিভু জ্যোৎস্নায় পাশাপাশি দু'জনা,
অবসাদ মন, বিমনা দেহ ;
নেই কোন কামনার উল্লঙ্গ বাসনা, শুধু সমাধির অপেক্ষা ।

পিয়া,
তৃষাতুর মন তবে কি তৃপ্ত ?
আর চঞ্চলা আঁখি ?
কিবা দিশা হারানো উদাস বাঁশির সুর - সে কোথায় ?
নির্জন মায়াবী পল্লী আজ কি তবে কানায় কানায় পূর্ণ ?

একটু আদর ।
এপাশ- উপাশ ।
গভীর ঘুমের তলে হারিয়ে যাওয়া ।

এতেই কি তৃপ্তি ?
সবটাই কি প্রয়োজন ?

অবিরাম তাঁর কথা ভেবে চলা - নির্ঘুম রজনী তন্দ্রায় আচ্ছন্ন ?
আধো আধো কথা, সহস্র শব্দ-সুরের ঝংকার - তবে কি কাফনে ঢাকা ?
অধর জোড়ার স্পর্শ আকুলতায় রক্তাক্ত মন, আঁখিতে উথলানো সমুদ্র - সবই কি উধাও ?

সবই ছলনা ?
নাকি সময়ে সবই মিথ্যে ?

দীপশিখার আলোয় প্রিয়ার আনত লজ্জিত মায়াবী মুখ - সুরার নেশায় অনিবার চুমি ;
পালঙ্কের 'পরে শায়িত স্ত্রীর শাদা দেহ - আজ যেন গরলের পেয়ালা ।

প্রহেলিকা !
প্রেম প্রহেলিকা !

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০১

প্রামানিক বলেছেন: ভাল লাগল।

২| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৮

রাজসোহান বলেছেন: +++

৩| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৯

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

৪| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৩

অঘ্রান প্রান্তরে বলেছেন: এক কথায়............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.