নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে যতোটুক কম জানা যায় ততটুকু ভালো... বেশী জানলে নিজের প্রতি সম্মানটা কমে যাই...

নোটিশ নাই

শাবাব বিন জাহাঙ্গীর

শাবাব বিন জাহাঙ্গীর › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন বন্ধুত্ব

০২ রা আগস্ট, ২০১৫ রাত ১:৩৬

Class 2 এর ঘটনা, বাংলা ক্লাসে যারা যারা বই আনেনি ক্লাস টিচার তাদের কে মারা শুরু করলেন... আমার পাশে বসা বন্ধুটি দেখি হটাত করে তার বইটি আমার দিকে বাড়িয়ে দিলো... কিছু বুঝে উঠার আগেই মেডাম এসে তাকে এক দফা পিটিয়ে গেল... মাডাম যাওয়ার পর জিজ্ঞেস করতে বলল, এমনেই আমাকে মার খেতে দেখতে ভালো লাগে নি তাই নিজে খেয়ে নিলো... ছোট ছেলেটির মনে সেদিন হতে বন্ধুত্ব নামক জিনিষের প্রতি ভালোবাসা জমতে শুরু করে...

এসএসসি পরীক্ষার রেজাল্ট এর দিনের ঘটনা, অবিশ্বাস্য বাজে রেজাল্ট দেখে মাথায় আকাশ ভেঙ্গে পড়লো... স্কুলের মাঠে বসে পড়ি হতাশায়... হটাত দেখি আমার পাশের ছেলেটাও মাথায় হাত দিয়ে বসে আছে... পরে জানলাম আমার বন্ধুটি ঠিকই A+ পেয়েছে... বেচারা আমার হতাশায় হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসে ছিল...

HSC 1st year আমার জীবনের সবচেয়ে বাজে সময় কাটিয়েছি... ষে সময় আমার মা আর ভাই কে বন্ধু হিসাবে না পেলে হয়তো অনেক আগেই হারিয়ে যেতাম... HSC তে college এ অন্যদের তুলনায় ভালো result করে কোথায় খুশি হব, আমরা সবাই মন খারাপ করে বসে ছিলাম... কারণ কাছের বন্ধুর রেজাল্ট খারাপ হয়েছিল... রেজাল্ট পেয়ে নিজের বাসায় না গিয়ে ষে বন্ধু কে শান্তনা দিয়ে, সন্ধ্যার পর বাসায় ফিরে বকা খেলেও বকার কোনটাই গায়ে লাগছিল না... লাগবে বা কেমনে, মনটা যে এমনিতেই খারাপ ছিল...

In this one single life, I am blessed with too many awesome people, people who cares for me.. One life is not enough to repay all the debt of those lovely people.. starting from primary school to my university I got too many good friends.. I got a family who supported throughout my bad times.. thanks people for holding me in my bad times.. আজকের বন্ধু দিবসে ষে সকল বন্ধুকে জানিয়ে দিলাম , তোরা আসলেই সেরা, তোদের কে ছাড়া life impossible..

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ৩:২৫

চাঁদগাজী বলেছেন:

"One life is not enough to repay all the debt of those lovely people. "

ওকে, ইউ উইল গেট এনোদার চান্ষ

২| ০২ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৩

শাবাব বিন জাহাঙ্গীর বলেছেন: chances do come in limited edition.. :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.