নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসা বাচেঁ ভালোবাসায়

স্বপ্নস্বাধীন

আমি একজন ছাত্র। নিজেকে ছাত্র ভাবতেই আমার ভালো লাগে। মুক্ত-স্বাধীন চিন্তা ও মত প্রকাশ করতে ভালোবাসি। আর খুব বেশী ভালোবাসি আমার মা এবং বাংলাদেশ-কে।

স্বপ্নস্বাধীন › বিস্তারিত পোস্টঃ

নতুন বাংলাদেশ.....

২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৪

বাংলার ঘুমন্ত জনগণ,

তোমাদের উদ্দেশে এই চিঠি লিখছি । তোমরা অন্ধের মত চারপাশ হাতরাচ্ছ । কি খুজেঁ বেড়াচ্ছ তা নিজেও জানো না । বর্তমান বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপটে তোমাদের কি করা উচিৎ তোমরা বুঝে উঠতে পারছ না বা বুঝতে চাচ্ছ না । দেশটা আমাদের তাই আমাদেরই ভাবতে হবে দেশের জন্য এই অবস্থায় কি করতে হবে । দেশটা শুধু কোন রাজনৈতিক দলের নয় যে তারা যা বলবে বা যে কর্ম করবে আমাদের ভালো না লাগলেও মেনে নিতে হবে । আমরা স্বাধীন আমাদের নিজ নিজ অবস্থান থেকে । আমাদের চিন্তা শক্তিকে কেউ বাধা দিতে পারবে না । আমাদের দেশের সর্ব উত্তম ভালোটাই আমরা চাইব । এবং এর জন প্রয়োজন আমাদের স্বাধীন চিন্তা ধারা । আমরা কিছুটা সময় শান্ত হয়ে বসে দেশের জন্য একটু চিন্তা করি, দেশ সত্যি কি সঠিক পথে এগোচ্ছে? দেশের শাষণ ব্যবস্থা কি জনগণের জন্য ভালো? দেশের জনগণ কি সত্যি নাগরিক সুযোগ-সুবিধা পাচ্ছে? জনগনের জন-মালের নিরাপত্তা কতটুকু দিচ্ছে সরকার ব্যবস্থা? সরকারের বর্তমান কর্মকান্ড কতটা সঠিক বা কতটা লাভজনক জনগণের জন্য? এ রকাম অসংখ প্রশ্ন নিজেই নিজেকে করে নিজের সাথে আলোচনা করোন । তাহলেই বুঝতে পারবেন দেশের সত্যিকার সামাজি এবং রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের অবস্থান কি....।



আমরা আমাদের স্বাধীন চিন্তার চোখটা একটা বারের জন্য খোলি । যেমনটা ১৯৫২ সালে ভাষা আন্দোলনে বাংলার সন্তানেরা খোলেছিল । গর্জে উঠেছিল রার্ষ্ট্র ভাষা বাংলা চাই বলে.... ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যে ভাবে ঝাপিয়ে পরেছিল বাংলার বীর সন্তানেরা বাংলা মা-কে মুক্ত করার জন্য । আজ আমাদের সময় এসেছে সেভাবেই বাংলাদেশকে নিয়ে চিন্তা করার । এই দেশকে সঠিক পথে আমাদেই চালাতে হবে, আমাদেরকেই ভাবতে হবে আমরা কি ভাবে আমাদের দেশকে পরিচালোনা করবো । বর্তমান রাজনৈতিক চিন্তা-ধারণা পুরাতন । দেশের স্বার্থে আমাদের রাজনৈতিক চিন্তা-ধারণা পালটাতে হবে । নতুন কিছু ধরণা বা নতুন রাজনৈতিক পদ্ধতি আবিস্কার করতে হবে । সর্ব শেষ কথা হলো আমাদের নতুন বাংলাদেশ তৈরির চিন্তা করতে হবে, সব পুরাতন বাদ দিয়ে ।



আমরা আর অশান্তি চাই না, চাই না কোন প্রকার যুদ্ধ...

আমরা চাই স্বাধীন ও শান্তির বাংলা....

জয় বাংলা, জয় নতুনের.....


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.