![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষকে বিশ্বাস করতে চাই এবং বিশ্বাস রেখেই কাজ করতে চাই।বাস্তবের ভিতরে বসবাস করতে ভালবাসি। কল্পনা করতে ভাল লাগে, কিন্তু বাস্তবকে ভুলে নয়। সততা বলতে আংশিক বুঝি না, পুরোটাই বুঝতে চাই। প্রকৃতির মাঝে শান্তি এবং স্বস্তি দু\\\'টোই খুজে পাই। নারীর প্রতি আকর্ষন আছে তবে উন্মাদনা নেই। বয়সকে অনেক ক্ষেত্রেই বাধা মনে করি না। লিখতে ভালবাসি, কবিতা-গল্প, যা কিছু। চারটে বই প্রকাশ করেছি নিজ উদ্যোগে। প্রতিভা নেই, শখ আছে। অনেক কিছুই করতে ইচ্ছে করে, পারি না কেন বুঝি না।
একটি শাহ্বাগ যথেষ্ট নয়, পুরো বাংলাদেশ চাই।
চল্লিশ বছরের দীর্ঘ পথ পার হয়ে এসে একটি শাহ্বাগেই শেষ হয়ে যাওয়া
যথেষ্ট নয়, পুরো বাংলাদেশ চাই।
আমার চল্লিশ বছরের রক্তফোঁটার রুধির ধারার সম্মিলন একটি শাহ্বাগই
যথেষ্ট নয়, পুরো বাংলাদেশ চাই।
আমার চোখের জলের চারটি দশকের দীর্ঘ অপেক্ষার শেষ শুধু শাহ্বাগ
যথেষ্ট নয়, পুরো বাংলাদেশ চাই।
আমার অনেক প্রশ্নের জবাব শুধু একটি শাহ্বাগই
যথেষ্ট নয়, পুরো বাংলাদেশ চাই।
নিদারূন কষ্ট বয়ে বেড়ানো দীর্ঘ পথের ক্লান্ত-শ্রান্ত পথিক আমি
আমার ঠিকানা শুধু শাহ্বাগ
যথেষ্ট নয়, পুরো বাংলাদেশ চাই।
আমার লজ্জা এবং কলঙ্ক মোচনে শুধু একটা শাহ্বাগ
যথেষ্ট নয়, পুরো বাংলাদেশ চাই।
অজুত-নিজুত রক্তফোঁটায় সমুদ্র শাহ্বাগ
আমায় মহাসমুদ্র বাংলাদেশ দাও...
একটা সম্পূর্ণ বাংলাদেশ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২
শফিক আলম বলেছেন: ধন্যবাদ। আসুন শাহ্বাগকে আমরা বাংলাদেশ নামক মহাসমুদ্রে মিলিয়ে দিই।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১
রাফা বলেছেন: আশা করি পুরো বাংলাদেশটাই জেগে উঠবে।৭১-এর শেষ অধ্যায় রচিত করার শ্রেস্ঠ সময় এখন।
ধন্যবাদ,শফিক আলম।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩
শফিক আলম বলেছেন: ধন্যবাদ। যৌবন যার, এখন যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫
স্পাইসিস্পাই001 বলেছেন: রাজাকারের ফাঁসি চাই.....
ছাগু মুক্ত সামু চাই......
জয় বাংলা!!!!!! জয় বাংলা!!!!!!!
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭
ইফতেখার ভূইয়া বলেছেন: অসাধারণ হয়েছে। বুকের ভেতর থেকে বের হয়ে আসা লিখা এমনই হয়। পুরো বাংলাদেশই শুধু নয়, জেগেছে প্রবাসীরাও। দেখুন এবার রাজাকারের ফাঁসির দাবীতে গর্জে উঠলো নিউ ইয়র্ক (ফটো ব্লগ), ধন্যবাদ।