![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষকে বিশ্বাস করতে চাই এবং বিশ্বাস রেখেই কাজ করতে চাই।বাস্তবের ভিতরে বসবাস করতে ভালবাসি। কল্পনা করতে ভাল লাগে, কিন্তু বাস্তবকে ভুলে নয়। সততা বলতে আংশিক বুঝি না, পুরোটাই বুঝতে চাই। প্রকৃতির মাঝে শান্তি এবং স্বস্তি দু\\\'টোই খুজে পাই। নারীর প্রতি আকর্ষন আছে তবে উন্মাদনা নেই। বয়সকে অনেক ক্ষেত্রেই বাধা মনে করি না। লিখতে ভালবাসি, কবিতা-গল্প, যা কিছু। চারটে বই প্রকাশ করেছি নিজ উদ্যোগে। প্রতিভা নেই, শখ আছে। অনেক কিছুই করতে ইচ্ছে করে, পারি না কেন বুঝি না।
ধর্মের বেসাতী আর কত!
জন্ম-জন্মান্তরে ধোঁকাবাজি শত
ধর্মেরে করি পুঁজি
কামিয়েছ কত রুজি,
দাবায়েছ ধর্মেরে, করেছ বন্ধ দ্বার প্রজাতির,
রাঙিয়েছ হাত রক্ত ধোয়ায় সমাজ সারথির।
স্রষ্টার নাম কপ্চিয়ে নিজেই সেজেছ স্রষ্টা কখন,
দাক্ষিন্য করিবে মুক্তি!
নিজের মুক্তিই জানো না, জানিবে তখন
মুক্ত সাগর তীর খুঁজে নেবে যখন।
বেপথু করেছ কত তরুনেরে? তুমিও হবে সহগামী একদিন,
পথ হারাবে তুমিও নিশ্চয়, চিত্ত ওদের নিত্য স্বাধীন!
তোমার এ খেলায় আমার যা যায় যাক
প্রহর গুন্ছি সরস মাটিতে প্রজন্মের ডাক।
ওরা হিসেব নেবে কষে, ছাড় পাবে না একটি কানা কড়ি,
পাঁচটি কার্তুজ জেনো প্রতি হস্তে ওদের অতন্দ্র প্রহরী।
©somewhere in net ltd.