![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষকে বিশ্বাস করতে চাই এবং বিশ্বাস রেখেই কাজ করতে চাই।বাস্তবের ভিতরে বসবাস করতে ভালবাসি। কল্পনা করতে ভাল লাগে, কিন্তু বাস্তবকে ভুলে নয়। সততা বলতে আংশিক বুঝি না, পুরোটাই বুঝতে চাই। প্রকৃতির মাঝে শান্তি এবং স্বস্তি দু\\\'টোই খুজে পাই। নারীর প্রতি আকর্ষন আছে তবে উন্মাদনা নেই। বয়সকে অনেক ক্ষেত্রেই বাধা মনে করি না। লিখতে ভালবাসি, কবিতা-গল্প, যা কিছু। চারটে বই প্রকাশ করেছি নিজ উদ্যোগে। প্রতিভা নেই, শখ আছে। অনেক কিছুই করতে ইচ্ছে করে, পারি না কেন বুঝি না।
সময় বয়ে চলে, দেরী নাই আর
ঐ রাক্ষসেরা আসছে, সবই খেয়ে নেবে নিঃশেষে!
আমাকে নিয়ে চলো সেই মানুষটির কাছে
সেই যে কৈশোরে বসে ছিলাম পথের ধারে, ক্ষেতের আ'লে দেখছিলাম
দুরের ডোবায় সারসের ঝাঁক আর শালিকের উড়া-উড়ি। সেই মানুষটি
পাশ কেটে যেতে যেতে বলেছিল, "ভাইডা কি সারস দেহেন, ঐ দিকে যাইয়া বসেন, দেখবেন আরও সৌন্দর্য্য।" ঐ মাটির মানুষটাকে একটু খুঁজে দাও না!
সময় যে বয়ে চলে, দেরী নাই আর
ঐ যে অসুরেরা আসছে, সবই খেয়ে নেবে নিঃশেষে !
আমাকে নিয়ে চলো সেই মানুষটির কাছে
সেই যে শৈশবে পথ হারিয়ে অন্য পাড়ায় যেয়ে চোখের জলে ইতিউতি।
সেই মানুষটি পাশে এসে বড্ড আদরে শুধিয়েছিল, "কোন্ পাড়ার ছেলে গো তুমি, পথ হারিয়েছো?" দাওনা ঐ মানুষটাকে খুঁজে!
সময় যে দ্রুত বয়ে চলে, দেরী নাই আর
ঐ যে ধেয়ে আসছে পঙ্গপাল, সবই খেয়ে নেবে নিঃশেষে!
আমাকে নিয়ে চলো সেই মানুষটির কাছে
সেই যে কৈশরে আকাশ কালো করা ঝরের বিকেলে গ্রামের পথে উদ্ভ্রান্ত। সেই চাষা মানুষটি দুর থেকে চিৎকারে বলেছিল, "ও ভাইডা, জল্দি এইখানে আহেন, তুফান আইলো বইলা।" তিনি বড় সযতনে আমাকে আশ্রয়ে রেখেছিলেন। একবার নিয়ে চলো আমাকে সেই চাষা মানুষটির কাছে।
সময় দ্রুত বয়ে চলে, দেরী নাই আর
ঐ যে কারা যেন আসছে, সবই খেয়ে নেবে নিঃশেষে!
বড্ড পোড়া গন্ধ চারিদিক, অদ্ভুত এক আকাল!
আমাকে নিয়ে চলো ঐ মানুষগুলোর কাছে।
আমি মানুষের কাছে যেতে চাই!!!!!!!!!
©somewhere in net ltd.