![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষকে বিশ্বাস করতে চাই এবং বিশ্বাস রেখেই কাজ করতে চাই।বাস্তবের ভিতরে বসবাস করতে ভালবাসি। কল্পনা করতে ভাল লাগে, কিন্তু বাস্তবকে ভুলে নয়। সততা বলতে আংশিক বুঝি না, পুরোটাই বুঝতে চাই। প্রকৃতির মাঝে শান্তি এবং স্বস্তি দু\\\'টোই খুজে পাই। নারীর প্রতি আকর্ষন আছে তবে উন্মাদনা নেই। বয়সকে অনেক ক্ষেত্রেই বাধা মনে করি না। লিখতে ভালবাসি, কবিতা-গল্প, যা কিছু। চারটে বই প্রকাশ করেছি নিজ উদ্যোগে। প্রতিভা নেই, শখ আছে। অনেক কিছুই করতে ইচ্ছে করে, পারি না কেন বুঝি না।
জীবনের নান্দনিক দিকগুলো যদি তুমি না বুঝো, নিষ্পাপ চাহিদার গুন্জরন যদি তুমি না শুনতে পাও,
যদি ফুলের ডগায় আগুনের জল ঢালতে তোমার হাত না কাঁপে, তবে তুমি আমাদের কেউ নও।
আমার আজন্ম অধীকার যদি তোমার কাছে অর্থহীন, আমার স্বপ্নময় জীবনের ললিত বিন্যাস
যদি তোমার কাছে কিছুই নয়, তবে আমিও তোমার গনতন্ত্রকে চিবিয়ে খাবো।
©somewhere in net ltd.