![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষকে বিশ্বাস করতে চাই এবং বিশ্বাস রেখেই কাজ করতে চাই।বাস্তবের ভিতরে বসবাস করতে ভালবাসি। কল্পনা করতে ভাল লাগে, কিন্তু বাস্তবকে ভুলে নয়। সততা বলতে আংশিক বুঝি না, পুরোটাই বুঝতে চাই। প্রকৃতির মাঝে শান্তি এবং স্বস্তি দু\\\'টোই খুজে পাই। নারীর প্রতি আকর্ষন আছে তবে উন্মাদনা নেই। বয়সকে অনেক ক্ষেত্রেই বাধা মনে করি না। লিখতে ভালবাসি, কবিতা-গল্প, যা কিছু। চারটে বই প্রকাশ করেছি নিজ উদ্যোগে। প্রতিভা নেই, শখ আছে। অনেক কিছুই করতে ইচ্ছে করে, পারি না কেন বুঝি না।
যেমন আছো এই এখন, এমনই থাকবে তুমি
আজ থেকে কুড়ি বছর পর
দেখা হবে যখন আবার
কখনো কোন ঘাস-ওঠা মাঠে?
অথবা পাতা-ঝরা কোন গাছের নগ্ন ছায়ায়?
ব্যস্ত নগরীর জনারন্যে যদি হঠাৎ
দেখা হয়ে যায় কখনো,
আজকের মতই বলে উঠবে কি
"ভাল আছ তো"?
বদলে যাবে সব,
এই দিনগুলো, এই আলো-ছায়া,
এই লোকালয়, এই জনপদ, নর-নারীর কোলাহল,
পাতা ঝরার শাস্ত্রীয় সঙ্গীত,
বৃষ্টির সঙ্গে এইসব তৃণ-গুল্মের মধুর প্রেম!
সবই বদলে যাবে জানি!
পুরাতন হয়ে যাবে আমার কবিতার শব্দগুলো,
আমিও হয়ে যাবো প্রাচীন!
অপক্ষার শরীর মারিয়ে,
ভালবাসার ব্রততী পেরিয়ে
যদি কখনো আবার কুড়ি বছর পর
তোমার সামনে এসে দাঁড়াই
সহসা চিনে নেবে কি?
আকুল হয়ে বলে উঠবে কি, 'কোথায় ছিলে? কেমন ছিলে?'
কুড়িটি বছর কি এতই দীর্ঘ!
©somewhere in net ltd.