নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেনিআসহকলা

সবাইকে শুভেচ্ছা।

শফিক আলম

মানুষকে বিশ্বাস করতে চাই এবং বিশ্বাস রেখেই কাজ করতে চাই।বাস্তবের ভিতরে বসবাস করতে ভালবাসি। কল্পনা করতে ভাল লাগে, কিন্তু বাস্তবকে ভুলে নয়। সততা বলতে আংশিক বুঝি না, পুরোটাই বুঝতে চাই। প্রকৃতির মাঝে শান্তি এবং স্বস্তি দু\\\'টোই খুজে পাই। নারীর প্রতি আকর্ষন আছে তবে উন্মাদনা নেই। বয়সকে অনেক ক্ষেত্রেই বাধা মনে করি না। লিখতে ভালবাসি, কবিতা-গল্প, যা কিছু। চারটে বই প্রকাশ করেছি নিজ উদ্যোগে। প্রতিভা নেই, শখ আছে। অনেক কিছুই করতে ইচ্ছে করে, পারি না কেন বুঝি না।

শফিক আলম › বিস্তারিত পোস্টঃ

উজাড় ভালবাসা

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৪

কত রূপে দেখি ভালবাসা--

রাজনৈতিক ভালবাসা, অরাজনৈতিক।

মানবিক ভালবাসা,

পার্থিব-অপার্থিব, ঐশ্বরিক ভালবাসা, প্রাকৃতিক।



কত নামে দেখি ভালবাসা--

ডেসমন্ড টুটু, মাদার তেরেসা,

গান্ধী, শেখ মুজিব, নেলসন ম্যান্ডেলা।



একদিন মনে হতো

মুজিবকে ভালবেসে প্রান দেবো,

গান্ধীকে ভালবেসে অহিংস হবো,

টুটু-তেরেসাকে ভালবেসে মানুষ চিনবো।

এই তো সেদিনও মনে হতো

ম্যান্ডেলাকে কত না ভালবেসেছি,

এবার সংযমি হয়ে পতাকা ওড়াবো।



আজ দেখি সবকিছু ছাপিয়ে শুধু

তোমাকেই ভালবেসেছি--

এক ভালবাসাতেই উজাড় ভালবাসা।

তোমার ভালবাসাতেই দেখেছি

পার্থিব-অপার্থিব, জৈবিক উপাদান।

আমার সমবেত ভালবাসার রঙিন নক্‌সি-কাঁথা

তোমার মাঝে নির্বিরোধ ললিত বিন্যাস।



তোমায় ভালবেসে সুখী হবো, দুঃখী হবো,

অহিংস হবো, ঈর্ষী হবো,

ক্ষুধিত হবো, তৃষিত হবো,

রাজা হবো, সাম্রাজ্য গড়বো,

বঞ্চিত হবো, নিগৃহিত হবো,

জলে ভিজবো, অনলে পুড়বো,

পরিপূর্ণ মানব হবো, যোগী হবো।



মৌলিক তোমাকে খুঁজতে

সন্যাস নেবো।



মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.