নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেনিআসহকলা

সবাইকে শুভেচ্ছা।

শফিক আলম

মানুষকে বিশ্বাস করতে চাই এবং বিশ্বাস রেখেই কাজ করতে চাই।বাস্তবের ভিতরে বসবাস করতে ভালবাসি। কল্পনা করতে ভাল লাগে, কিন্তু বাস্তবকে ভুলে নয়। সততা বলতে আংশিক বুঝি না, পুরোটাই বুঝতে চাই। প্রকৃতির মাঝে শান্তি এবং স্বস্তি দু\\\'টোই খুজে পাই। নারীর প্রতি আকর্ষন আছে তবে উন্মাদনা নেই। বয়সকে অনেক ক্ষেত্রেই বাধা মনে করি না। লিখতে ভালবাসি, কবিতা-গল্প, যা কিছু। চারটে বই প্রকাশ করেছি নিজ উদ্যোগে। প্রতিভা নেই, শখ আছে। অনেক কিছুই করতে ইচ্ছে করে, পারি না কেন বুঝি না।

শফিক আলম › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন...

১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৯

একে একে চলে যাচ্ছে সবাই। না-ফেরার দেশে যাওয়া মানুষগুলো কোনদিন ফিরবে না, সব হিসাব শেষ। লেনদেন চুকে-বুকে গেছে। পড়ে আছে শুধু স্মৃতিগুলো, সব কিছু কেবলই পেছনের। এগুনোর সব পথ রুদ্ধ করে দিয়েছে কঠিন এক অদৃশ্য দেয়াল। মানুষগুলো বিলীন হয়ে যাচ্ছে দেয়ালের ওপারে।
কেন যেন মনে হয়, আমরা যারা বেঁচে থাকি কেউ সম্ভবতঃ মনে করি না আমরাও একদিন বিলীন হবো। খুব বেশি সৌভাগ্যবান মনে করি, বেঁচে আছি তাই। কিন্তু বেঁচে তো যাইনি বিলীন হওয়া থেকে! কে জানে কবে একদিন স্তব্ধ হয়ে যাবো তাদেরই মতো, হারিয়ে যাবো সেই দেয়ালের ওপারে! পড়ে রইবে পেছনে জীবনের এইসব লোটা-কম্বল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.