নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেনিআসহকলা

সবাইকে শুভেচ্ছা।

শফিক আলম

মানুষকে বিশ্বাস করতে চাই এবং বিশ্বাস রেখেই কাজ করতে চাই।বাস্তবের ভিতরে বসবাস করতে ভালবাসি। কল্পনা করতে ভাল লাগে, কিন্তু বাস্তবকে ভুলে নয়। সততা বলতে আংশিক বুঝি না, পুরোটাই বুঝতে চাই। প্রকৃতির মাঝে শান্তি এবং স্বস্তি দু\\\'টোই খুজে পাই। নারীর প্রতি আকর্ষন আছে তবে উন্মাদনা নেই। বয়সকে অনেক ক্ষেত্রেই বাধা মনে করি না। লিখতে ভালবাসি, কবিতা-গল্প, যা কিছু। চারটে বই প্রকাশ করেছি নিজ উদ্যোগে। প্রতিভা নেই, শখ আছে। অনেক কিছুই করতে ইচ্ছে করে, পারি না কেন বুঝি না।

শফিক আলম › বিস্তারিত পোস্টঃ

সেই তো এলে, কুড়ি বছর পর

২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৫

সেই তো এলে কুড়ি বছর পর,

তোমার কবিতার ভেলায় এলে আমার গল্পের জলে ভেসে।

ছাড়াছাড়ির সেই দিনগুলিতে বিভীষণের অন্ধকারে দাঁড়িয়ে বলেছিলাম,

দেখা যদি হয় আবার......কুড়ি বছর পর, চিনে নেবে কি আমাকে?



কোথায় খুঁজিনি তোমায়!

শস্যক্ষেতের আলে আলে, আনকোরা নদীর পাড়ে,

দেখেছি পাখির চঞ্চুতে আছো নাকি তুমি, নাকি আছো

কোন গৃহস্থের ঘরে হেঁসেলের ধারে।



কোথায় খুঁজিনি তোমায়!

অরণ্যের পেটে আদিমের টানে, নির্জনে-কোলাহলে,

এভিন্যুর পথে জনারণ্যে, শীত-গ্রীষ্ম খরায়, নির্জন বৃষ্টি ভেজায়

খুঁজেছি তোমায়, শুধু তোমার জন্য শীতল সন্ধ্যা বেলায় কুয়াশা মাথায়

অলিগলি হেঁটে বাড়ি ফিরেছি কত...যদি হঠাৎ তোমার দেখা পাই!

শিশির ঝরার শব্দ-ফোঁটায় ফিরে চেয়ে দেখেছি...

এই বুঝি তুমি এলে!



খোলা প্রান্তরে যেতে যেতে দূরে ধুপছায়ায় কোন কুলবধূকে

ভুল করে তোমাকেই ভেবে লজ্জায় অবনত হয়েছি কতবার।

দালানের কার্নিশে দাঁড়ানো ঐ কাকটি ডেকে ডেকে

আমায় কতবার কেবল পেছনে টেনে নিয়ে গেছে সন্ত্রাসী সুখের দিনগুলিতে!



সেই তুমি এলে কুড়িটি বছর পর।

কত কথা হলো, কত কথা জানালে,

শুধালে আমার কবিতারা কেমন আছে!

তোমার কাছে ধার করা শব্দের কবিতারা ভালই আছে, বলেছি তোমায়।

তুমি চলে গেছ বলেই কি না জানি না, কবিতারা থাকে নি আমার সাথে।

নতুন কিছুই লেখা হয়নি তেমন, শব্দেরা বড্ড প্রবঞ্চনা করে আজকাল

এইসব টানাপোরেনের দিনে, অথবা শব্দেরা সম্ভবতঃ তোমার খুব অনুগত।

আজকাল গদ্যেরা খুব এসেছে কাছে, ওরা সখ্য গড়তে চায় বড়!



কুড়িটি বছর বড্ড সকরুন মনে হয়। বদলে গেছে সবকিছু,

এই শহর, শহরের মানুষগুলো, দালান-কোঠা লতিয়ে উঠেছে আকাশ ছুঁবে বলে......

যেন জাহাজের মাস্তুল। গাছপালাগুলোকে গিলে ফেলেছে কংক্রিটের দৈত্যগুলো।

গুলশান-বানানী ঢুকে গেছে বানিজ্যের জঠরে।

এখন সকল কিছুই দেখি যা এ চোখে কেবলই গদ্যময়।



বদলে গেছো তুমিও, এখন আড়ষ্ট অনেক। দ্বিধা আমারও তাই।

কুড়িটি বছর আগে ছিলেম দু’জনে দু’জনার নিঃশ্বাসের কাছাকাছি,

কোনদিন হাত ছাড়বো না বলে হেঁটেছি কত হাতে হাত ধরে,

আজ তোমার হাতের একটি আঙ্গুল স্পর্শ করতেও রাজ্যের যত সংকোচ!



কবিতা লেখা শুরু করলে কবে থেকে? প্রশ্ন শুনে কেবল হাসলে।

না বোঝার সেই হাসি।

জানালে তুমি, ভালই ছিলে, আছো বেশ।

অপ্রার্থিত দূরত্বে বললে কত কথা,

শুধু শুধালে না...আমি কেমন ছিলাম, কেমন আছি!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৮

খেলাঘর বলেছেন:

জীবনান্দ দাস কি এখনো কবিতা লেখেন?

২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩০

শফিক আলম বলেছেন: কি করা যাবে বলুন, ঘটনাটা যে জীবনানন্দ দাস-এর মতই ঘটেছিল।:)

২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪২

শফিক আলম বলেছেন: আর জীবনানন্দ দাস দেখা হওয়ার কথা লিখতে পারে নি, আমি লিখেছি। :) পড়ার জন্য ধন্যবাদ।

২| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৮

অপূর্ণ রায়হান বলেছেন: কুঁড়ি বছর বিশ বছর টার্মটা এতো বেশী ব্যাবহৃত হয়েছে যে আর ভালো লাগে না ।

ভালো থাকবেন :)

২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৮

শফিক আলম বলেছেন: ঠিকই বলেছেন। লিখতে যেয়ে মনে হলো এমন প্রতিক্রিয়াই পাবো। কি করবো বলুন, দশ বছর হলে কম হয়ে যায়..তিরিশ বছর হলে বেশি হয়ে যায়।
আপনিও ভাল থাকবেন। ধন্যবাদ।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৬

 বলেছেন: +++++

২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৫

শফিক আলম বলেছেন: ধন্যবাদ।

৪| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৪০

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.