![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষকে বিশ্বাস করতে চাই এবং বিশ্বাস রেখেই কাজ করতে চাই।বাস্তবের ভিতরে বসবাস করতে ভালবাসি। কল্পনা করতে ভাল লাগে, কিন্তু বাস্তবকে ভুলে নয়। সততা বলতে আংশিক বুঝি না, পুরোটাই বুঝতে চাই। প্রকৃতির মাঝে শান্তি এবং স্বস্তি দু\\\'টোই খুজে পাই। নারীর প্রতি আকর্ষন আছে তবে উন্মাদনা নেই। বয়সকে অনেক ক্ষেত্রেই বাধা মনে করি না। লিখতে ভালবাসি, কবিতা-গল্প, যা কিছু। চারটে বই প্রকাশ করেছি নিজ উদ্যোগে। প্রতিভা নেই, শখ আছে। অনেক কিছুই করতে ইচ্ছে করে, পারি না কেন বুঝি না।
লাল মাটির শাল-গজারীর বন, থাকেনি।
প্রিয় শহরের বহমান উদাম খাল, থাকেনি।
সন্ধ্যায় চায়ের কাপের ঠোকাঠুকি ‘নিরালা-প্রান্তিক’,
পাবলিক লাইব্রেরী আর হাজার বইয়ের সম্ভার, থাকেনি।
লোহজং থাকেনি, থাকেনি তার হাওয়ার টানে তরীর নাচন।
আমার বাড়ির পাশের খোলা মাঠ থাকেনি,
থাকেনি পায়ে হাঁটা পথ, এ ফোঁড় ও ফোঁড়।
সেই শিশুকিশোরের দল...আমার খেলার সাথী
চলে গেছে কে কোথায়, ওরা থাকেনি।
সেই বাইসাইকেল আর টিনের বাক্স থাকেনি।
চল্লিশ বছরের আঁকিবুঁকির ক্যানভাস
পোকায় খেয়ে নিয়েছে...থাকেনি।
তুমিও থাকোনি।
কেউ থাকে না!
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০৪
ভ্রমরের ডানা বলেছেন:
এভাবেই শেকড় ভুলে মানুষ বাসা গেড়েছে নতুন ধামে, নিজেকে করেছে আরো বিপন্ন!