নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোলা জীবন, খোলা বই, খোলা পাতা

I am what I am and that's how I would be. No I am not stubborn. I just want to be myself.

শাফ্‌ক্বাত

একজন মা এই ব্লগের কোন ছবি, লেখা বা মন্তব্য (সম্পূর্ণ অথবা আংশিকভাবে) লেখকের পূর্ব-অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা। ধন্যবাদ।

শাফ্‌ক্বাত › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নে তুমি নাকি তোমাকে নিয়ে স্বপ্ন, জানিনা

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১০

তোমাকে নিয়ে স্বপ্ন দেখলে কখনও তোমার চেহারা দেখতাম না। কী যে খারাপ লাগতো!! যতবার তোমার কাছে এই নিয়ে আফসোস করেছি, তুমি উড়িয়ে দিয়েছো। কী আজব, আমি একটা স্বপ্ন দেখছি, টের পাচ্ছি সেটা তুমি, জানতে পারছি সেটা তোমাকে নিয়েই, কিন্তু ঘুম ভাংগলেই মনে পড়ে আমি তোমার চেহারা দেখিনি! “নিজের চেহারা কি নিজের চোখে কেউ দেখতে পায়?” তোমার এইধরণের হেয়ালি তো আমার বরাবরই অপছন্দ, তাই মানতেও ইচ্ছে করেনি কখনও।

মাঝরাত্তিরে ঘুম ভেংগে গেলো। আজ স্বপ্নে তোমাকেই দেখলাম। দেখলাম, একটা খোলা দরজা, অনেক দূরের সে দরজা দিয়ে তুমি হেঁটে আসছো। দরজার দূরত্ব যেন কিছুতেই কমেনা। তোমার হেঁটে আসাও ফুরোচ্ছেনা। আমি সেই দরজার দিকে তাকিয়ে আছি। অস্থির হয়ে তোমার পদক্ষেপ গুণছি। আমার চারপাশে অন্ধকার আর তোমাকে ঘিরে আলো। তুমি আসছো আমার দিকে, আলো বয়ে নিয়ে। এলোমেলো চুল, মলিন শার্ট আর হেলাফেলা ভাবভঙ্গী আমি স্পষ্ট দেখতে পেলাম।

-তোমার হেয়ালি কী বলে?

“এখন আর জানতে চেয়ে কী হবে?”

-আমাকে জানানোর ইচ্ছে আদৌ তোমার আছে কিনা, তা তো এখন আর জানিনা।

“তুমি নিজে এখন আর জানতে চাও কিনা, সেটাও তো জানিনা।”

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৪

আজনবী বলেছেন: সুন্দর!

চোখ বুজে আপনার স্বপ্নটা আমিও দেখে নিলাম। মিতালি মুখার্জি এবং ভুপিন্দর সিং এন একটি গজল মনে পড়ল।

রাহোপে নাজার রাখনা
হোটোপে দু'য়া রাখনা
আযায়ে কোই সায়াদ
দড়ওয়াজা খুলা রাখনা।

এই স্বপ্নটাতো আমরা সব সময়ই দেখি। ঘুমের মধ্যে দেখি, জেগে জেগে দেখি। সে আসছে কিন্তু পথটা আর শেষ হচ্ছে না।

Click This Link

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৯

শাফ্‌ক্বাত বলেছেন: ধন্যবাদ আজনবী। আপনার মন্তব্য সবসময় বেশ এনকারেজিং :)

২| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:

স্বপ্নের কথা গুলো ভাল লাগল।

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২০

শাফ্‌ক্বাত বলেছেন: ভালও লাগলো জেনে খুশী হলাম :)

৩| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৪

বটবৃক্ষ~ বলেছেন: -আমাকে জানানোর ইচ্ছে আদৌ তোমার আছে কিনা, তা তো এখন আর জানিনা।
“তুমি নিজে এখন আর জানতে চাও কিনা, সেটাও তো জানিনা।”

:(:(:(

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২০

শাফ্‌ক্বাত বলেছেন: সেটাই...মনের দূরত্ব পার করা খুব টাফ :)

৪| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০১

ঝটিকা বলেছেন: হুমম।

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২১

শাফ্‌ক্বাত বলেছেন: ;)

৫| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:২১

মুনসী১৬১২ বলেছেন: আশা

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২১

শাফ্‌ক্বাত বলেছেন: ভরসা :)

৬| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:০৮

সাধারন বলেছেন: বেশ গুছানো স্বপ্ন।

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২২

শাফ্‌ক্বাত বলেছেন: হা হা হা, এভাবে ভাবিনি কিন্তু, ভালই বলেছেন :)

৭| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৬

ফারজুল আরেফিন বলেছেন: মন খারাপের স্বপ্ন +

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৩

শাফ্‌ক্বাত বলেছেন: তা তো কিছুটা বটেই। স্বপ্নের উপর কয়জনের হাত থাকে, বলেন?

৮| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪২

মুহসিন বলেছেন: ভালো দেখেছেন। সে আসবে আবার ফিরে আপনার জীবনে। এই দোয়া করলাম।

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৪

শাফ্‌ক্বাত বলেছেন: কে ফিরে আসবে মহসিন ভাই?
জীবন থেকে যে চলে গিয়েছে তাকে নিয়ে লিখিনি কিন্তু!! যে আছে, এবং থাকবে, স্বপ্নটা তাকে নিয়েই :)

৯| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:৪৬

সানফ্লাওয়ার বলেছেন: কি মন্তব্য করবো বুঝতে পারছি না। শুধু অনুভব করছি আপনার অনুভূতি

২৪ শে মে, ২০১৩ রাত ১১:৩৫

শাফ্‌ক্বাত বলেছেন: বাহ্‌!!!!!!
অন্যকারও অনুভূতি অনুভব করা তো বেশ কষ্টসাধ্য কাজ!!

১০| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:২৬

বোকামানুষ বলেছেন: আমিতো বেশিরভাগ সময় স্বপ্ন মনেই রাখতে পারি না :(

ঘুম থেকে উঠেই ভুলে যাই শুধু মনে হয় স্বপ্ন দেখেসি আজকে মাঝে মধ্যে ২-১ মনে থাকে :)

৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:২৬

শাফ্‌ক্বাত বলেছেন: স্বপ্ন কি আর প্রতিদিন মনে থাকে? হঠাত করে একটা মনে থাকলে সেটা নিয়ে ঘটা করে ব্লগ লেখা যায় আর কি...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.