![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন মা এই ব্লগের কোন ছবি, লেখা বা মন্তব্য (সম্পূর্ণ অথবা আংশিকভাবে) লেখকের পূর্ব-অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা। ধন্যবাদ।
এই পর্যন্ত বাংলাদেশের দুইটি জেলায় বসবাস করেছি। জন্ম ও শিকড়সূত্রে চট্টগ্রাম এবং শিক্ষা ও কর্মসূত্রে ঢাকা। এই দুই শহরের জীবনযাত্রার মান ও গতি সেখানকার মানুষের আচরণেও বিস্তর ফারাক এনে দিয়েছে।
একটা স্বভাবগত পর্যবেক্ষণ শেয়ার না করে পারছিনা। কোনও মহিলার কাছে অবধারিত ভাবে চট্টগ্রামবাসীদের (নারী-পুরুষ-শিক্ষিত-অর্ধশিক্ষিত নির্বিশেষে) প্রধান জিজ্ঞাসাঃ "ভাই কী করে?" পরিচয়ের ধরেন দশমিনিটের মাথায় তারা জেনে নিতে চাইবে আপনি বিবাহিত নাকি অবিবাহিত। আর যখন তারা জানতে পারে আপনি একজন বাচ্চার মা, তখন তো তারা চরম আগ্রহে, নির্দ্বিধায় আপনার কাছে "তাদের ভাইয়ের" খবর জানতে চাইবেই!! কোনও মহিলা কি সাথে "ওনাদের" একজন ভাই ছাড়া বাঁচতে পারে? প্রশ্নই আসেনা!!
মানুষের আগ্রহ ও আচরণভেদে এই দুই শহরকে ঘিরে গড়ে উঠছে সম্পূর্ণ দুই ধরণের উদ্যোগ। উদাহরণ দেই। আপনি ঢাকা থেকে চট্টগ্রাম আসার আগের দিন ঢাকার পিজ্জাহাটের পিজ্জা খেয়ে, পরেরদিন চট্টগ্রামের টা খেয়ে দেইখেন। একই কাজ করতে পারেন কিংগ'স কনফেকশনারীর বেলায়। আপনি ঢাকার বড় বড় হাসপাতাল এবং চট্টগ্রামের নামকরা হাসপাতালের মধ্যে তুলনা করতে পারেন। এমনকি, ঢাকার সিজিএস স্কুল এবং চট্টগ্রামের সিজিএস স্কুলেও আপনি মানের ওঠানামা দেখবেন।
বলাই বাহুল্য, মানের দিক দিয়ে, চট্টগ্রাম পিছিয়েই আছে, যদিও এই একই সেবার জন্যে খরচ কিন্তু চট্টগ্রামবাসীদের কাছ থেকে একটাকাও কম নেওয়া হচ্ছে না। বেসরকারী খাতের কথা কী বলবো, সরকারী খাতে তো এমন উদাহরণ তো আরও ভুরি ভুরি।
তবে চট্টগ্রামে থাকার একটা সুবিধা অস্বীকার করার উপায় নেই! এখানে একজন মহিলাকে কেউ সহজে "বেকার" বলেনা!
৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:১৯
শাফ্ক্বাত বলেছেন: হে হে হে, তা তো জানিনা!!
২| ৩০ শে মে, ২০১৩ রাত ১:১৬
জেনো বলেছেন: ভাই, চিটাগাং এ গতি নাই কিন্তু শান্তি আছে।
৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:১৯
শাফ্ক্বাত বলেছেন: আবার জিগস!!
৩| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৫
হাসান মাহবুব বলেছেন: চট্টগরামে প্রথম গেসিলাম ২০০৪ এ। অদ্ভুত ভালো লাগসিলো শহরটা। চাকচিক্যও আছে প্রকৃতির অবারিত দানও আছে। ঢাকার চেয়ে অনেক নিরিবিলি। শান্ত। কিন্ত ২০০৮ এ যায়া অনেক চেঞ্জ দেখলাম। ভালো লাগে নাই আগের মত।
৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
শাফ্ক্বাত বলেছেন: সৌন্দর্যের দিক দিয়ে চট্টগ্রামের তুলনা ঢাকার সাথে হয়ই না। নাগরিক অত্যাচারে বেশ এলোমেলো হয়েছে অ্যাপিয়ারেন্স তবু, ঢাকার তুলনায় চট্টগ্রামের রূপ অতুলনীয়, এই জীর্ণতার পরেও!
(একটু সেন্টিমেন্টাল হৈলাম ভাই, আফটার অল...আমার সুন্দরী চট্টগরাম বলে কথা!)
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৩ রাত ১:০৬
ইমরান হক সজীব বলেছেন: কেন বেকার বলেনা কেন?