![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন মা এই ব্লগের কোন ছবি, লেখা বা মন্তব্য (সম্পূর্ণ অথবা আংশিকভাবে) লেখকের পূর্ব-অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা। ধন্যবাদ।
মোটিভেটর (উদ্দীপক) হিসেবে "ভয়" বহুল ব্যবহৃত, কারণ এর ফলাফল খুব দ্রুত পাওয়া যায়। আপনি বাচ্চাকে "চকোলেট দেবো" বল্লে সে যত দ্রুত কথা শুনবে, তার চেয়ে বেশি দ্রুত কথা শুনবে জুজু'র ভয় দেখালে।
অফিসে ইনক্রিমেন্টের লোভে আপনি ভালো কাজ করবেন, কিন্তু যদি ভয় দেখানো হয় যে টার্গেট মীট করতে না-পারলে পরবর্তী লে-অফের টার্গেট হয়ে যাবেন আপনি নিজেই, তাহলে কিন্তু আপনার কাজের জোশ সেরকম বেড়ে যাবে।
তবে ভয়-কে বেশিদিন কাজে লাগানো যায়না। এইই হলো এর ড্র-ব্যাক। মানুষ যত তীব্রভাবে ভয়ের সাথে সাথে রিয়্যাক্ট করে ঠিক ততখানি তীব্রভাবে ভয়ের উৎপত্তিকে ঘৃণা করতে থাকে। তাই, তেলাপোকা-কে ভয় পেতে পেতে একদিন অসহায় রাগের চোটে আপনি তেলাপোকা-কে মারতে শিখে যাবেন। জুজু'র ভয় একসময় বাচ্চারা হেসে উড়িয়ে দিতে শিখে যাবে। অফিসে যদি বারবার এই লে-অফের ভয় দেখিয়ে কাজ আদায় করার ট্রেন্ড চলতে থাকে, আপনি একদিন নিজেই সেই অফিসকে বাই-বাই বলে অন্য কোথাও চাকরি খুঁজে নিয়ে চলে যাবেন।
মোটিভেটর হিসেবে একবার যদি এই ভয়ের উপযোগীতা চলে যায়, তাহলে কিন্তু আপনি আর একে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন না। তাই মডার্ণ লীডার-রা ভয় (fear)-কে কাজ আদায় করার উপাদান (tool) হিসেবে ব্যবহার করা ছেড়ে দিয়েছেন।
জামাত শিবির-কে আজকাল লোকজন তেমন ভয় পাচ্ছেনা, খেয়াল করেছেন? এই ভয় আরো কমবে। কমতে কমতে শূণ্যের কোঠায় চলে আসবে সেদিন, যেদিন সবার মাথায় এই কাজ করবে "আচ্ছা, তো এরা খুন করবে, তাই তো? এর চেয়ে বেশী এরা কী করতে পারে? কয়জনকে খুন করবে? আকজন মানুষকে কতবার খুন করবে? আমি এদের সাতে-পাঁচে থাকলেও আমারে খুন করবে, না থাকলেও সেইম। তইলে আর এদের ডরায়া লাভ কী?"
মার্চ ২৩, সকাল ১০:৩৫
২৮ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪১
শাফ্ক্বাত বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০১
হাসান মাহবুব বলেছেন: দ্যাটজ দ্যা স্পিরিট! এমনটাই হবে আশা করি।