নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোলা জীবন, খোলা বই, খোলা পাতা

I am what I am and that's how I would be. No I am not stubborn. I just want to be myself.

শাফ্‌ক্বাত

একজন মা এই ব্লগের কোন ছবি, লেখা বা মন্তব্য (সম্পূর্ণ অথবা আংশিকভাবে) লেখকের পূর্ব-অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা। ধন্যবাদ।

শাফ্‌ক্বাত › বিস্তারিত পোস্টঃ

শিক্ষা আসলে কী?

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৮

লেখাপড়া করে যে, গাড়িঘোড়া চড়ে সে।



কচিবয়সে, বাল্যশিক্ষায় এই কথাটা কয়জনের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিলো?



ভাবুন কী ভয়ানক ব্রেইনওয়াস ঐটুকুন ছোটমাথায়!



সুন্দর মানুষ হওয়ার স্বপ্ন, পরোপকারী হওয়ার স্বপ্ন, দেশগড়ার স্বপ্ন, সব ছাপিয়ে তার মাথায় ঢোকানো হলো গাড়ি-ঘোড়ায় চড়ার স্বপ্ন! ভাবখানা এমন "বাবু, মন দিয়ে পড়াশুনা করো, তাহলে প্রাইজ আছে! তোমার গাড়ি- ঘোড়ায় চড়া হবে!" কী পরিমাণ জঘন্য বস্তুবাদী প্রবাদ!

এখন তো বাবু পড়তে বসলো। বাবু পড়ে আর পড়ে, স্কুল শেষ করে, কলেজ পার করে, মেধাবীদের কাতারে নিজের জায়গা করে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রীও অর্জন করে। বাবু লোকাল বাসে ধাক্কাধাক্কি করে গা বাঁচিয়ে ঘাম মাখিয়ে জুতার সোল ক্ষইয়ে ভাবতে থাকে "আর কত লেখাপড়া করা বাকী?"

এদিকে বাবুর চোখের সামনে লেখাপড়ার ধার না-ধারা কত্তোজন গাড়ি, বাড়ি, টাকা কাঁড়িকাঁড়ি, আয়েশ ঝুড়ি ঝুড়ি নিয়ে এগুতে থাকে।

বাবুর চোখে তখনও গাড়িঘোড়ার স্বপ্ন। জীবনই বৃথা যদি আয়েশ জৌলুশে নিজেকে ডুবিয়ে রাখা না যায়।



বাবু তাই সরকারী চাকরি তে ঢুকলে ঘুষ খায়। বাবু নাহয় ব্যাঙ্ক অফিসারদের ২ টাকা ঘুষ দিয়ে ২০ টাকা ঋণ নেয়।

বাবু কর ফাঁকি দেয়, বাবু মাস্তান আর পুলিশদের খুশী করে কালোবাজারি করে।



দোষ কিন্তু সেই প্রবাদের। গাড়ি-বাড়ি-আয়েশের স্বপ্ন দেখানো সেই প্রবাদের। যেখানে শিক্ষার লক্ষ্য "মানুষ" বানানো ছিলোনা। যেখানে শিক্ষা দেওয়াই হয়েছে প্রাচুর্য্যে গা-ভাসিয়ে দেওয়াতেই জীবনের সার্থকতা নির্ধারণে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৬

রাতুল_শাহ বলেছেন: মনের কথা বলেছেন ভাই।

যত দোষ প্রবাদের।

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২০

শাফ্‌ক্বাত বলেছেন: মাথাটা সেই তখন থেকেই নষ্ট, তাই না?

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪১

হাসান মাহবুব বলেছেন: ভালো বলেছেন। দিনদিন আরো বেশি বস্তুতান্ত্রিক হয়ে যাচ্ছে শিক্ষা।

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২১

শাফ্‌ক্বাত বলেছেন: গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন...

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৬

অচিন্ত্য বলেছেন: খুব খুশি আজ
যতনা দিপু তার চেয়ে তার বাবা
কী চমৎকার কাজ দিয়েছে সিংগি মামার থাবা
পড়াশোনার সময় কোথায় দিপুর যে তা নেই
তবুও আজ রেজাল্ট শিটে ওর আগে কেউ নেই
বাবার গরব সবার গরব আজকে দিপু যে
দিপু ভাবে 'এবার আমার ফেল ঠেকাল কে'

ভাবতে ভাবতে ভাবতে দিপু দীপক সে এবার
বেঁচে থাকার হিসেব নিকেশ হল পরিষ্কার
চাকরি যে চাই খুব জরুরী ত যেভাবেই হোক
বোকা লোকে মন্দ ভাল বলে যা বলুক
বাবার ব্যাংকে পয়সা আছে চিন্তা কিসের আর
দক্ষিণারই জোরে তিনি পেয়ে গেলেন পার

বছর দশেক পরে তাকে ওকে ধরে
নির্বাচনের রাস্তা যে তার হল আবিষ্কার
গণতন্ত্র জননেতা করল আবিষ্কার
জনসভায় তার কথাতে ফেরে সবার মতি
"মা বাবারা দৃষ্টি ফেরান সন্তানদের প্রতি
অমোক তমোক করতে হবে যাহারা মা বাবা"
কিন্তু দীপক ভেবে দেখ তুমিই এবার বাবা

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২২

শাফ্‌ক্বাত বলেছেন: আপনি লিখেছেন? খুব ছুঁয়ে গেলো কথাগুলো!

৪| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০১

অচিন্ত্য বলেছেন: হাহ হাহ। হ্যাঁ, আমার বিশ্ববিদ্যালয় বয়েসী একটা গান

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০৬

অন্ধ দাঁড়কাক বলেছেন: অদ্ভুত এক শিক্ষাব্যবস্হা আমাদের, ভুল স্বপ্ন দেখায়, কিন্তু সঠিক মূল্যায়ণ, দায়বদ্ধতা নেই!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.