নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতায় বিশ্বাসী । পড়তে ভালোবাসি ।

সবুজ।

বাস্তবতায় বিশ্বাসী ।

সবুজ। › বিস্তারিত পোস্টঃ

জামায়াত নিষিদ্ধেের অন্তরালে!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৩

"গণতান্ত্রিক দল নিষিদ্ধ" না"জামায়াতে ইসলামী নিষিদ্ধ"
জামায়াত শিকড় বিহীন গনবিচ্ছিন্ন কোন দল নয় ---
প্রতিটি জেলায় ,উপজেলায় ,ইউনিয়ন , গ্রাম ,মহল্লায় জামায়াতের কোটি কর্মী - সমর্থক ছড়িয়ে - ছিটিয়ে আছে । তাদের কোন ভাবেই টাকা-পয়সা দিয়ে কেনা ও যায়না । তাদের অবস্থা ও অবস্থান এমন নয় যে টান দিয়ে তাদের মূলোৎপাটন করতে পারবে । এই অবৈধ সরকারের আমলে তারা শুধু মারই খেয়েছে , তারা কিছুই করেনি । যা করেছে তা শুধু মাত্র প্রতিরোধ ।
✗✗✗✗এমনিতেই গত সাত বছর জামায়াতের সাথে এই অবৈধ সরকার কোন বৈধ গণতান্ত্রিক আচর করেনি ।
☞☞☜গণতান্ত্রিক দলের দৃষ্টি আকর্ষণ ☜☜☜

জামায়াতের ব্যাপারে বিশ দলীয় জোটের নেতৃত্ব দান কারী বিএনপি কিংবা অন্যান্য কোন দলের প্রতিক্রিয়া এখনো দেখা যায়নি । দেশের সামগ্রীক রাজনীতি ও গণতান্ত্রিক মূল্যবোধ ও গণতন্ত্র চর্চার ক্ষেত্রে জামায়াত কে নিষিদ্ধ করার প্রভাব কি হতে পারে । সেটাই এখন চিন্তার বিষয় ।
☞☞এই অবৈধ সরকারের আচরণে যে নিষ্ঠুরতা দেখা যাচ্ছে তাতে গণতন্ত্র মনা রাজনৈতিক দলগুলোর ঐক্য যদি দৃঢ় না হয় তাহলে জামায়াত কেন অন্য কোন রাজনৈতিক দলের অস্তিত্ব ভবিষ্যৎ নিরাপদ থাকবে কিনা , সেটাই ভাবনার বিষয় !!!!!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫১

চাঁদগাজী বলেছেন:


সভ্যতা এগিয়ে যাচ্ছে্ প্রতিদিন, প্রফেশানেল জল্লাদদের পতন দরকার আছে; ১৯৫৩ সালের লাহোর হত্যাকান্ড, ১৯৭১ সালের বাংলাদেশ গণ-হত্যা, ২০১৩ সালে দেশে গেরিলা আক্রমণের পর, জামাতের আর দরকার নেই।

সবোর্পরি, ৭৮ বছরের রাজনীতিতে জামাত কোন অবদান রাখেনি, শুধু জল্লাদের ভুমিকা পালন করেছে।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১০

সবুজ। বলেছেন: সভ্যতা এগিয়ে যাচ্ছে সত্য । কিন্তু আপনাদের মত লোকরা সভ্যতাকে কলংকিত করছে । আপনাদের চিন্তার পরিধি খুবই সীমিত । আর আপনার কথায় মনে হচ্ছে ৪৭ থেকে আজ পর্যন্ত সকল অপকর্ম জামায়াত করেছে । ধিক্কার জানাই আপনাদের চিন্তা শক্তিকে।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১২

নতুন বলেছেন: জল্লাদদের জন্য কান্দেন কেন?

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৬

চাঁদগাজী বলেছেন:



আমরা সভ্যতাকে কলংকিত করছি, সম্ভব! আপনি মানুষের রগ কাটছেন কিনা কে জানে!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪১

সবুজ। বলেছেন: কোথায় রগ কেটেছে প্রমাণ সহ বলুন। আন্দাজে নয়।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৩

সেলিম৮৩ বলেছেন: জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের দু'একটি ছাড়া সবগুলো সিলকৃত রাজাকার।
এদের জন্য কোন প্রানী মনে হয়না কান্দে।
জামায়াত দল হিসাবে তাদের কার্যক্রমকে খাটো করে দেখার উপায় ছিলোনা। কিন্তু যারা ১৯৭১-এ ভয়ংকর মুর্তি ধারণ করে বাংলার জমিনকে কসাইখানা তৈরী করেছিলো তাদের হাতে এই দলের নেতৃত্ব পুরো জাতিকে কলুষিত করেছে।
সরকারের প্রতি অাপনার স্ফুলিঙ্গ মনোভাব অামাকে অবাক করে নাই। ধন্যবাদ অাপনাকে।


৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৮

সহীদুল হক মানিক বলেছেন: ৭৮ বছরের রাজনীতিতে জামাত কোন অবদান রাখেনি, শুধু জল্লাদের ভুমিকা পালন করেছে। সহমত

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

বিলুনী বলেছেন: ৭৮ বছরে জামাত জল্লাদের ভুমিকা পালন ছাড়া আর কোন কাজ করে নাই । জামাত আল্লাহ ও ধর্ম এর কোনটিতেই বিশ্বাস করেনা। তাই তারা অকাতরে মিথ্যা বলে যায় । বলে সারা দেশে তাদের কোটি সমর্থক রয়েছে এটা ডাহা মিথ্যা কথা । দেশে তারা যে কয়টি নির্বাচনে অংশ নিয়েছে তাতে তাদের বাক্সে মাত্র ৩ থেকে ৪ পার্সেন্ট ভোট পরেছে যা দেশের ১৬ কোটি মানুষের মধ্য মাত্র ৬০ থেকে ৭০ লাখ । এটাও ছিল সব জাল ভোট কারণ তাদের করা ভোটার তালিকায় ১কোটি ২৪ লাখ ভুয়া ভোটার ছিল এই ভুয়া ভোটগুলি জামাত ও বিএনপির বা্ক্সে ভাগাভাগি করে ফেলা হত বিভিন্ন কলা কৌশল । প্রকৃত হিসাবে দেশের প্রতিটি গ্রামে গড়ে ১০ জন ধরে ( যদিও এটা বেশি করে ধরা হয়েছে ) ৬৫হাজার গ্রাম ও শহড়াঞ্চল মিলিয়ে তাদের মোট সমর্থক সংখ্যা মাত্র ৬ থেকে ৭ লাখ হতে পারে আর এই সমর্থক সংখার মধ্যে একটিভ জামাত কর্মী সংখ্যা মাত্র ৬০ থেকে ৭০ হাজার হবে । জামাতের ডাকা কোন সভা সমাবেশ বা মিছিলে দেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সকল নেতা কর্মীর যোগদান বাধ্যতামুলক থাকায় তাদের সভাসমাবেশ কিছুটা বড় দেখাত আর এ ভাবেই তারা সকলের চোখে মিথ্যা জনসমর্থনের একটি মিথ তেরী করার প্রয়াস পেত । কিন্তু বিষয়টি এখন প্রমানিত । সারা দেশ হতে হাজার কয়েক জামাতি জল্লাদ পাকরাও করার পরে এখন বাটি চালান দিয়েও প্রকাশ্যে কোন জামাত শিবির কর্মী পাওয়া যায়না , দুই চারটা এখন আছে শুধু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাও বেনামে । কারণ তারা তো আল্লা থেকেও বেশী ভয় পায় সরকারী নির্যাতনে !!! তবে ভাল আল্লাহ থেকে সরকারী নির্যাতনকে অহেতুক বেশী ভয় পেয়ে ঈমানের পরাকাষ্ঠা দেখালে মরে শহীদ হওয়ার থেকে বেচে গাজী হয়ে থাকবে এটাই বা তাদের জন্য কম কি, কারন এতে করে আর কিছু না হোক দুনিয়ায় তো অডেল অর্থ বিত্তের মালিক হওয়য়া যাবে যেমনটি দেখা যায় মীর কাশেমের বেলায় । সততা কাকে বলে ও কত প্রকার তা জামাতি জল্লাদিরা দেখিয়ে দিয়েছে হাতে কলমে । জামাত নিষিদ্ধ করার প্রয়োজন নেই এমনিতেই এটা বিলীন হয়ে গেছে জনতার ঘৃণার অনলে ।
এখন জামাতি অস্তিত্ত টিকে আছে মুখে মিথ্যার ফানুষ আর আজব আজব প্রপাগান্ডা ছড়িয়ে, কারণ তারা এ শিক্ষাটাই পেয়েছে জনমভরে , কথায় কোন যুক্তি নাই তাই আগুন সন্ত্রাসের পথ ধরে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.