নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারনো পথের ক্লান্ত, শ্রান্ত পথিক

হারানো পথ

হারনো পথের ক্লান্ত, শ্রান্ত পথিক পথ খুজে ফেরে, জীবন প্রান্তে এসে ।

হারানো পথ › বিস্তারিত পোস্টঃ

সাধারন মানুষের কিছু সাধারন কথা

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৭

অক্টোবারের মেঘলা সকাল । ভোররাতে ঘুম থেকে উঠে চারটা ভাত নাকে মুখে দিয়ে, অফিসের জন্যে রওনা দিলাম।

৩ নম্বরে উলাম, কুড়িল উড়াল সেতু পাশে রেখে উত্তরার দিকে ঝড়ের গতীতে ছুটছে মানুষ বোঝাই বাস টা ।

যথারিতি যাত্রিদের নানা কথা শুনছিলাম আনমনে।বেশির ভাগ মানুষ সরকারের গুষ্টি উদ্ধার করছে বিভিন্ন ইস্যুতে।তাদের ক্ষোভ দেখার মতো।

সরকারের সমর্থকও কিছু আছে , কিন্তু তাদের গলায় জোর কোম।

বাংলাদেশের মানুষের মতো এতো রাজনীতি সচেতন মানুষ , আর কোনো মানুষ এ পৃথিবিতে আছে কিনা যথেষ্ট সন্দেহ আছে।

কিন্তু তাদের দুরভাগ্য, তারা চিরোটা কাল প্রতারিত হয়ে এসেছে দেশের রাজনীতি বিদদের দ্বারা।

শুরু হয়েছিলো গান্ধি-জিন্নাহ থেকে , এখন চলছে খালেদা- হাসিনার সময়।

আমরা আমজনতা, আগেরমতই আছি।

এখনো আমরা হাসিনার কথায় আমোদিত হই, খালেদার কথাই বিক্ষোভে ফেটে পড়ি।

চোর কামরুল ভাইরাভাই মওদুদ কে বোলে আমরা , আমরাইতো।



কিন্তু আমরা আমজনতা ভাগ হয়ে গেছি রাত আর দিনের মতো।



একটা ঝাকি খেয়ে, গাড়িটা থামলো আমার গন্তব্যে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.