![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হারনো পথের ক্লান্ত, শ্রান্ত পথিক পথ খুজে ফেরে, জীবন প্রান্তে এসে ।
এতোদিন মনে করতাম , জলিল (তথাকথিত অভিনেতা) হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ছ্যবলা । কিন্তু আমার ধারনা ভুল প্রমানিত হলো।
গত ২৩/১০ তারিখে এটিএন বাংলা তে, "গানের গল্প" নামের একটি অনুষ্ঠান দেখার দু্র্ভাগ্য হয়েছিল।
যেখানে আমাদের বিখ্যত ঠোটকাটা সাংবাদিক মুন্নীসাহা গদগদ কন্ঠে ইন্টারভিউ নিচ্ছিলেন, তাদের চ্যানেল মালিক মাহ্ফুজুর রহমান এর।
এই ব্যাটা নাকি গানের এ্যলবাম বের করেছে।
সেই এ্যলবামের মিউজিক ভিডিও দেখাচ্ছিল কথার ফাকে ফাকে।
আমি আমার জীবনে, এত বেসুরো এবং এত বাজে কন্ঠের গান শুনিনি।মানুষের টাকা থাকলেই এতো নির্লজ্জ হতে হবে। আমাদের জলিল তো এই ব্যাটার চাইতে অনেক বেশি সভ্য।
মুন্নী সাহাকে বলব, চাকরি বাচানোর জন্য , সাংবাদিকতারে মত মহান পেশাটাকে আর নিচে নামাবেন না প্লিজ।
©somewhere in net ltd.