নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারনো পথের ক্লান্ত, শ্রান্ত পথিক

হারানো পথ

হারনো পথের ক্লান্ত, শ্রান্ত পথিক পথ খুজে ফেরে, জীবন প্রান্তে এসে ।

হারানো পথ › বিস্তারিত পোস্টঃ

একজন নতুন "সাধারন" এর কথা

১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪২

লিখতে পারিনা, আমি পড়তে ভালোবাসি। আর পড়ার জন্যই সামুতে আসা।আইনস্টাইনের সেই "সমুদ্রে নুড়ি কুড়ানোর" বিখ্যাত উক্তি থেকে নয়, সামুতে এসে বুঝেছি জানার এখনও কত বাকি।

কত মানুষের কত বিচিত্র কথা, মতবাদ, কত বিচিত্র তথ্য, কত কিছু । ব্লগে না আসলে হয়ত জানাই হত না।

আমি ঘুরতে ভালোবাশি,মুক্তিযুদ্ধের কথা শুনতে ভালোবাশি,রাজনীতি আমাকে ভাবাই, জীবনের ছোটো ছোটো গল্প গুলো আমাকে কখনও কাঁদায় কখনও হাসায়।

রবিন্দ্রনাথ আমাকে ছায়া দেয়,জীবানন্দ আমাকে দিতীয় দৃষ্টিতে দেখতে সেখায়, হুমায়ূন কে আমি ধারন করি আমার সত্বায়।

আর আমার এই সবগুলো ভাললাগা, ভালোবাশা আমি খুজে পেলাম এখানে এই সামুতে এসে।

তাই আজ আমি এখানে আরও অনেক কিছু জানতে, আনন্দময় কিছু সময় কাটাতে।



আতলামি কি একটু বেশি হয়ে গেলো ভাইজান, আসলে আজ মাত্র সাধারন হোলাম তো, তাই নিজের ভিতর একটু আতেল আতেল ভাব চলে এসেছে মনে হয় ;)





মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫২

আমিনুর রহমান বলেছেন:




আপনি আমার দলের লোক। পড়তে ভালোবাসেন, লিখতে পারেন না।
আমিও তাই।
শুভ কামনা।

১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

হারানো পথ বলেছেন: ধন্যবাদ

২| ১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা !

১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২১

হারানো পথ বলেছেন: ধন্যবাদ

৩| ১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.