নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারনো পথের ক্লান্ত, শ্রান্ত পথিক

হারানো পথ

হারনো পথের ক্লান্ত, শ্রান্ত পথিক পথ খুজে ফেরে, জীবন প্রান্তে এসে ।

হারানো পথ › বিস্তারিত পোস্টঃ

'গুম' হয়ে গেছে শীতলক্ষা নদী।

১৪ ই মে, ২০১৪ সকাল ১১:৪৪

সকাল বেলা ঘুম থেকে উঠেই বাংলাদেশের মানুষ স্তম্ভিত হয়ে গেলো খবরটি শুনে।

'গুম' হয়ে গেছে শীতলক্ষা নদী।

টিভি তে লাইভ ব্রডকাস্ট,পত্রিকা গুলোতে হেডলাইন, অফিস আদালতে ঝড়।

এতদিন মানুষ গুম হোতো, লাশ পাওয়া যেত শীতলক্ষায়। আর আজ পুরো নদী টায় গুম।

নদীটাতে কিছুই নেই , না পানি,না বালি,না কচুরীপানা, না র্যাবের নৌকা বা ইজজতের রশী, না কোন লাশের হাড়গোড়। সবকিছু যেন হাওয়াই মিলে গেছে।

একটি টিভিতে শামিম ওসমান এসেছেন লাইভশোতে। ঊনার এককথা, এই গুমের পিছে আছে আইভি র হাত। এইভাবে চলতে থাকলে তিনি কিন্‌তু আর ভদ্র থাকবেননা।

ওদিকে আইভি আরএক টিভিতে দোষারোপ করে চলেছেন একজন জন গডফাদারকে।

বিএনপি নেতারা সাংবাদিকদের কে বললেন , এই অবৈধ সরকার জনগনের দৃষটি ভিনন খাতে প্রবাহিত করার জনয এই অপকর্মটি করেছে।

আওামী লীগ সরকার যথারীতি বিএনপি জামাতকে দোষী হিসাবে সাব্যস্ত করে, বিচারের প্রস্তুতি শুরু করে দিলো। প্রধান মন্ত্রী বললেন ট্রাইবুনাল গঠিত হবে।কাওকে ছাড় দেওয়া হবে না।

চারিদিকে আতঙক, হতাশা, চাপা গুমোট পরিবেশ।



এর ঠিক একদিন আগের কথা, শীতলক্ষা নদী প্রাথর্না করছিল সৃষটি কর্‌তার কাছে, ' হে দয়াময় ,আমাকে তুমি সৃষটি করেছিলে নদী হিসাবে, অথচ আজ কিছু অামানুষ আমাকে পরিনত করেছে লাশের ভাগাড়ে। আমাকে তুমি রক্ষা কর।'



দয়াময় শীতলক্ষার কথা শুনেছে।

অনেক দুরের আকাশে,একটি উজজল ছায়াপথের ধারঘেষে শীতলক্ষা আজ বয়ে চলেছে।নদী পাড়ে বসে রয়েছে একটি দেবশিশু।

কি অবাক , দেবশিশুটি চেহারাটা অনেকটা আমাদের ত্বকীর মত।



মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৪ দুপুর ১:০১

শরৎ চৌধুরী বলেছেন: বাহ!

১৪ ই মে, ২০১৪ দুপুর ১:৫৪

হারানো পথ বলেছেন: ধন্যবাদ ।

২| ১৪ ই মে, ২০১৪ দুপুর ১:২১

বোকামানুষ বলেছেন: অন্যরকম কিন্তু কঠিন বাস্তবতার মোড়ানো গল্প

ভাল লাগছে

১৪ ই মে, ২০১৪ দুপুর ১:৫৪

হারানো পথ বলেছেন: ধন্যবাদ ।

৩| ১৪ ই মে, ২০১৪ রাত ১০:১৩

ফা হিম বলেছেন:
ভাবনাটা চমৎকার এবং ইউনিক।

ভালো লেগেছে।

১৫ ই মে, ২০১৪ সকাল ৯:২০

হারানো পথ বলেছেন: ধন্যবাদ ।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩২

হঠাৎ ধুমকেতু বলেছেন: অসাধারণ

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৩

খেলাঘর বলেছেন:


ভালো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.