নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

গুপ্ত- সুপ্ত সত্য!

২৫ শে মে, ২০১৫ বিকাল ৩:৩৫

কোকিল বসে কাকে বুনা ঘরে,
বংশের আমেজ লয়ে বাহাদুরী করে
বংশ নিধনে বংশের জয় হয়,
ধ্বংস-সৃষ্টি পাশাপাশি জেগে রয়!
মেঘ এসে কবু রবিরে ঢাকিতে চায়,
সন্তাপে আর ভিষণ চাপে নিজেরে হারায়
আলো- আধাঁর,কূল- পাথার
লড়ে যায় সীমাহিন,
শুধু প্রভাব এসে,তাড়ায় রোসে
প্রতিরোধ প্রতিদিন।
বাবুই হাসে,মনের আষে
ভাঙ্গা নীড়ে আলো
চড়ুই তারে,বুঝাই ধরে
কি মন্দ আর ভালো!
ভালো সবই ভালো থাকে
মনের গহীন কোণে,
তবু মন্দটাই,ভালো নিয়ে
দ্বন্ধ গড়ে মনে।
হরিজনে- হরির প্রিয়
হয়না দিব্যলোকে,
প্রভাব- স্বভাব জাহিরে জন
হরি বলিই তাকে!
নির্মলা পৃথ্বী,নির্মল হাওয়া
কোথারে যেন শোক,
শুধু জীবন- জীবনে ফারাক খুঁজিতে
ব্যস্ত পৃথিবীলোক!
পৃথকে- পৃথকে,পৃথক পৃথিবী
পৃথকে জন্ম গড়া
শুধু যেন কয়,কোথারে মিলন!?
কোথাও বা লুকায়ে আছে- সময়ে পরবে ধরা!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.