নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

সরকারের সকল মনস্কামনা পূর্ণ হোক!

০১ লা জুন, ২০১৫ দুপুর ১২:২২

৫জানুয়ারীর নির্বাচন নিয়ে দেশে এবং দেশের বাইরে একটা মাতামাতি ছিল,আমরা যারা গো- বেচারা টাইপ মানুষ আছি তারা ভাবি,রাজনীতি নিয়া আমাদের লাফালাফি মানায় না।বয়স ত্রিশ ছুঁই- ছুঁই,বাসায় বৃদ্ধা বাবা- মা ছানি পরা চোখেও স্বপ্ন দেখছেন: ছেলে মানুষ হবে,অভাব দূরে যাবে,সুখ কাছে আসবে; বাসায় তিনটে বিবাহযোগ্য মেয়ে আছে,বাজারে পাত্রের দাম চওড়া!ছেলের চাকুরী হলে হয়তো কিছু একটা হতো।অন্যদিকে ছেলেরাওতো কাউকে কথা দিয়ে রেখেছে: চাকুরিটা হলেই প্রস্তাব পাঠাবে!এত্ত স্বপনে বিভোর চোখে আমার মত কেউ জল দেখতে চায়না।তাই সরকার যাই,তা- ই ভাল।বিসিএস এর জন্য নাহয় কোন একটা রাজনৈতিক দলের বংশের কুন্ডলীটা কষ্ট করে মুখস্ত করলাম,এতটুকু কষ্ট স্বীকার না করলে আমার চাকুিরির আশাটা বিন্দুমাত্রওযে থাকে না।
কোন কিছু না পেলে সান্তনা হিসাবে নিয়তীর কথা ভাবতে পারি,কিন্তু আশা ছাড়তে পারি না।তাই সরকারি পরীক্ষাগুলোতে যখন চোখের সামনে কেউ মোবাইল কিংবা ট্যাব খুলে একই বেঞ্চে লিখতে বসে,আমি কিছু বলি না,ভাবি এটা আমার নিয়তি,হয়তো এটার চেয়ে ভাল কিছু হবে!পরের দিনে পত্রিকার পাতায় নিয়োগ বিজ্ঞপ্তি নতুন আশার সঞ্চার করে।উপজাতি কিংবা মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ব্যাংক ড্রাফ্টে টাকার অংকটা আমার ৫গুণ কম হয়,তবুও আমি কৃষক পিতার গরুর দুধ বেচা টাকায় ব্যাংক ড্রাফট করি,স্বযত্নে তথ্য দিয়ে,বারংবার চেক করে ফর্ম পূরণ করি।এতোকিছুর পরও হয়তো পরীক্ষার হলে কেউ মোবাইল খুলে লিখবে,কেউ আগের রাতে প্রশ্নপত্র পেয়ে যাবে আর আমাদের মান্যবর কোন মন্ত্রী অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেবেন,আমার মতো কেউ নতুন সার্কুলারের সন্ধান করবে।
আজকাল সার্কুলারগুলাও বড্ড আজব কিসিমের,প্রতিটাতেই কমবেশি শর্তারোপ করা: 'মুক্তিযোদ্ধা সন্তানদেন জন্য/ উপজাতিরদের জন্য/ প্রতিবন্ধীদের জন্য' মাঝে মধ্যে ভাবি: মুক্তিযোদ্ধার সন্তান আমি হইতে পারব না,সে চান্স আর নাই,জন্মগতভাবে মুসলিম তাই উপজাতি উপাধিটাও আমার প্রাপ্য নয় বাকি থাকে প্রতিবন্ধী; ওটা হওয়ার চান্স এখনো আছে,ইচ্ছে হয় ওটাই হয়ে যাই।কিন্তু বিধিবাম,সেটা হলে যে মানুষটারে বুকের এক কোনায় জায়গা দিয়েছি,যার জন্য স্বপনগুলোরে ফরমালিন দিয়ে বাঁচিয়ে রাখছি সে কি পাশে থাকবে!?থাকার কথা না,তাই ইচ্ছাটাও বেশিক্ষণ লাস্টিং করে না।একটা জিনিস লাস্টিং করে,যেটা মনের মধ্যে পাস্টিং করা: একটা চাকুরি দরকার।হোক না ৫৬ শতাংত কোটা কিংবা এক বিসিএস- এ তিন বছর সময় পার,তবুওতো ৪৪ শতাংশ জায়গা আছে,বয়স ত্রিশ হতেও কিছুটা দিন আছে,আমি কিছু জানতে চায়না-না ৫জানুয়ারির নির্বাচন সম্পর্কে,না গুম- হত্যা- ধর্ষণ কিংবা নারী নির্যাতন,পেট্রোল বোমা আতংক,কোন কিছুই না।প্রিয় রাজনৈতিক দল: আপনারা যত সাল ইচ্ছে ক্ষমতা ধরে রাখেন,যা ইচ্ছে করেন,প্রমিজ আমি রাস্তায় নামব না,আমরা চাকর শ্রেনির লোক,আমার একটা চাকুরি দরকার।আমি দোয়া করি আপনাদের মনস্কামনা পূর্ণ হোক,সাথে আমার মতো যারা আছেন তাদেরও।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.