নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

অনু কাব্য

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪১

প্রেমাণু কাব্য-১

বুক ব্যাথা চরমে,
তুমি নাই তাই-
নাকি গরমে!?

তোমার জন্য
জাগি রাত,
তুমিই বলো সুপ্প্রভাত!

রাজনীতি কাব্য-১

ডিজিটাল ডাকাতি
রক্তে লাল চাপাতি,
কোথায় গেল মাতা-মাতি
বদলাবে দিন রাতা-রাতি!

স্বামী-পিতা রাজা,
মরা হলেও তাজা
আমরা হলাম প্রজা
খাই মুড়ি ভাজা!

সমাজ কাব্য-১

রাজামিয়া রাজন
এ সমাজের দু'জন
কেন,অকারণে মরণ!?
থাম,ধরি তোদের চরণ!

নাম ছাত্র পাশে লীগ
জ্বালায় সমাজ বেগতিক!
কলমে নয় বন্দুকে
গ্রন্থের ঠাই সিন্ধুকে!
( চলবে...)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১:০২

প্রামানিক বলেছেন: ভাল লাগল।

২| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৩:১৮

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ধন্যবাদ।#প্রামানিক ভাই

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৩২

ফরিদ আহমাদ বলেছেন: দ্বিতীয় প্রেমানু কাব্যটা সবচেয়ে ভালো লেগেছে

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৮

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ফরিদ আহমাদ ভাই,আপনাদের ভাল লাগাই,অনুপ্রেরণা!ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.