নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

অনু কাব্য

২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৯

প্রেমাণু কাব্য-২

বল্লে তুমি" ভালোবাসো"
বটতলায় নয়,
ক্যাফেতে আসো!
আমি আজো
আমিই আছি,
বটতলারই কাছাকাছি!

তোমার বাবার
অনেক টাকা
পকেট আমার করছে
খাঁ-খাঁ!
তাইতো আমি
ভয়েই থাকি
দিচ্ছো তুমি
কখন ফাকি!

রাজনীতি কাব্য-২

গণতন্ত্র-সংবিধান
দুটোই শুনতে বেমানান!
তারচে বরং,
একলা খাই
দেখার-রুখার
কেউতো নাই!!

ইশতেহারের কথা
কিযে ছাতা-পাতা!
কে রাখে আর কথা!?
বোকা আম জনতা!

সমাজ কাব্য

বাবার কাঁধে লাঙ্গল
আর আমার কাঁধে ব্যাগ,
ফেসবুকেতে সেলফি দিলাম
তোদের করে ট্যাগ!

মা যখন স্টার
আর ভাবী তখন প্লাস
মধ্যেখানে
রিমোট-টিভির হচ্ছে সর্বনাশ!

চলবে...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.